• ঢাকা
  • শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

হার্ট অ্যাটাক হতে যাচ্ছিল স্মিথের, কারণ জানালেন নিজেই


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২৪, ০৮:১২ পিএম
হার্ট অ্যাটাক হতে যাচ্ছিল স্মিথের, কারণ জানালেন নিজেই
স্টিভেন স্মিথ। ছবি : সংগৃহীত

স্টিভেন স্মিথ ভারতের বিপক্ষে ১৪০ রানের দারুণ এক সেঞ্চুরি করেন ভারতের বিপক্ষে। চতুর্থ টেস্টে দলের প্রথম ইনিংসে মাঠে নামার আগে তার নাকি হার্ট অ্যাটাক হতে যাচ্ছিল। আর সে কথা স্মিথ জানালেন নিজেই।   

মেলবোর্ন টেস্টের প্রথম দিনে নজর কেড়েছিলেন অভিষেকে নামা স্যাম কনস্টাস। জসপ্রীত বুমরাহ’র বলকে অনায়াসে ‘র‌্যাম্প’ শট খেলে ছক্কা মেরেছিলেন। সেই শট দেখে সাজঘরে বসেই হার্ট অ্যাটাক হতে যাচ্ছিল স্মিথের। অস্ট্রেলিয়ার ব্যাটার শুক্রবার ম্যাচের দ্বিতীয় দিনের খেলাশেষে কথা প্রসঙ্গে এমনটি জানান তিনি।

কনস্টাসের খেলা ইনিংসের প্রশংসা করেছেন তিনি। বলেছেন, ‘‘আমার মনে হয় কোনও কিছুতেই ও খুব একটা বিচলিত হয় না। গতকাল (বৃহস্পতিবার) আমরা সেটা দেখেছি। বুমরাহকে ‘রিভার্স র‌্যাম্পে’ ছয় মেরেছে। আমার তো সাজঘরে বসেই হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছিল। তবে যা করেছে ভালই করেছে।’’

১৮ মাস রানের খরা চলার পর ভারতের বিরুদ্ধে পর পর দু’টি টেস্টে শতরান করলেন স্মিথ। মেলবোর্নে শতরান করে ছুঁয়ে ফেলেছেন সুনীল গাভাস্কারকে। তারপর জানালেন, তার ব্যাটে রান ছিল না ঠিকই। কিন্তু ফর্ম হারাননি কখনও।

স্মিথের কথায়, ‘কখনও কখনও ভাল খেললেও রান আসে না। আমার ক্ষেত্রে সেটাই হয়েছে। বুঝতে পারছিলাম ভাল খেলছি। তবে রান না-পাওয়া মানেই ফর্ম হারানো, এটা ঠিক নয়।’

স্মিথ আরও বলেন, ‘নিজের উপরে বিশ্বাস রাখতে হবে। সে আপনি যা-ই করুন না কেন। অনেক দিন ধরে ক্রিকেট খেলছি। তাই উত্থান-পতন থাকবে এটা জানি। নিজের প্রতি বিশ্বাস রাখলে সমস্যা হয় না। তা ছাড়া, এ ধরনের উইকেটে রান পেতে গেলে কিছুটা ভাগ্যেরও দরকার হয়।’

Link copied!