• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

কোরেয়ার লাল কার্ড নিয়ে অসন্তুষ্ট সিমিওনে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৩, ০৪:১২ পিএম
কোরেয়ার লাল কার্ড নিয়ে অসন্তুষ্ট সিমিওনে

সান্তিয়াগো বার্নাব্যুতে শনিবার রাতে লা লিগার ম্যাচে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ ও অ্যাথলেটিকো মাদ্রিদ। মাদ্রিদ ডার্বির হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।

ম্যাচের ৬৫ মিনিটে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন অ্যাথলেটিকোর আনহেল কোরেয়া। বিরতির সময় বদলি নেমেছিলেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড।

কিন্তু লাল কার্ড ঘিরে বিতর্ক আছে। রিপ্লেতে দেখা গেছে যে, কোরেয়া অ্যান্টোনিও রুডিগারের সঙ্গে এমন কিছু করেননি যাতে লাল কার্ড দেওয়া যায়। যদিও তিনি যা করেছেন, এটি অবশ্যই অ্যাথলেটিকো মাদ্রিদের খেলোয়াড়ের পক্ষে অপরাধ ছিল। কিন্তু লাল কার্ড বেশ কঠোর বলে মনে হয়।

দলটির কোচ দিয়েগো সিমিওনে কোনোভবেই এই লাল কার্ডের বিষয়টি মানতে পারছেন না। তার মতে, প্রতিপক্ষ খেলোয়াড় রুডিগার অতিরঞ্জিত আচরণ করেছেন।

কোচ বলেন, "এটা হলুদ কার্ড হতে পারে। তবে আমরা যদি এর জন্য একজন খেলোয়াড়কে বিদায় করি, তবে মাঠে একজন খেলোয়াড় কম থাকবে। এটা এতটাও নৃশংস ছিল না। তিনি সহসাই (রুডিগার) উঠে বসতে পেরেছিলেন।"

তবে ১০ জন নিয়ে খেলেও দারুণ প্রতিরোধ করেছে অ্যাথলেটিকো মাদ্রিদ। লা লিগার শিরোপা দৌড়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা ইতিমধ্যেই বার্সেলোনার থেকে ৮ পয়েন্ট পিছিয়ে পড়েছে।

Link copied!