• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

অস্ট্রেলিয়ায় নিজ বিড়ালের লোম ছাঁটাতে গিয়ে হতবাক আকরাম!


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৪, ০৪:৪৩ পিএম
অস্ট্রেলিয়ায় নিজ বিড়ালের লোম ছাঁটাতে গিয়ে হতবাক আকরাম!
ওয়াসিম আকরাম। ছবি: সংগৃহীত

বিড়ালের লোম ছাঁটতে খরচ হয়েছে ১,০০০ অস্ট্রেলিয়ান ডলার। সম্প্রতি অস্ট্রেলিয়া বনাম পাকিস্তানের ওয়ানডে সিরিজের মধ্যে এমনই এক মজার কাণ্ড তুলে ধরলেন ওয়াসিম আকরাম। অস্ট্রেলিয়ায় তার সঙ্গে ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেন।

বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ফাস্ট বোলার পাকিস্তানের আকরাম জানান, তার পোষ্য বিড়ালের লোম ছাঁটতে প্রায় ১ হাজার অস্ট্রেলিয়ান ডলার খরচ করতে হয়েছিল  তাকে। কমেন্ট্রি করার সময় তিনি এই ঘটনাটি শেয়ার করেছিলেন। নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও।

ভিডিওতে ওয়াসিম আকরামকে বলতে শোনা যাচ্ছে, ‘আমি গতকাল আমার পোষ্য বিড়ালকে লোম ছাঁটতে নিয়ে গিয়েছিলাম। আমায় বিড়ালের লোম ছাঁটার জন্য ১ হাজার অস্ট্রেলিয়ান ডলার দিতে হয়। তাদের অনেক কাজ, বিড়ালটিকে শান্ত করতে হবে, তাদের বিড়ালটিকে রাখতে হবে, তারপর তাদের সেটিকে খাওয়াতে হবে। আমি বললাম এই অর্থে পাকিস্তানে প্রায় ২০০ বিড়ালের লোম ছাঁটা হয়ে যাবে।’

আকরাম সহ-ধারাভাষ্যকরদের বিলও দেখিয়েছেন। যেখানে দেখা যায়, তাকে বিড়ালের একটি মেডিকেল চেক-আপের জন্য ১০৫ অস্ট্রেলিয়ান ডলার খরচ করতে হয়েছে। এছাড়াও অ্যানেস্থেসিয়ার জন্য ৩০৫ ডলার এবং লোম ছাঁটার জন্য ৪০ ডলার চার্জ করা হয়েছে। কিছু অতিরিক্ত চার্জও ছিল, যেমন- প্রক্রিয়া পরবর্তী যত্নের জন্য ১২০ ডলার এবং কার্ডিও পরীক্ষার জন্য ২৫১ ডলার।

উল্লেখ্য, অস্ট্রেলিয়ায় ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে পাকিস্তান ২-১ ব্যবধানে জয় পায়। ২২ বছর পর অস্ট্রেলিয়ায় কোনও সিরিজ জিতল পাকিস্তান। প্রথম ওয়ানডে ম্যাচে ২ উইকেটে পরাজয়ের পর দুরন্ত কামব্যাক করে রিজওয়ানরা। পরপর দুটি ম্যাচে জয় পায় তারা। দ্বিতীয় ম্যাচটি ৯ উইকেটে এবং তৃতীয় ম্যাচটি ৮ উইকেটে জেতে পাকিস্তান। এর আগে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজেও জয় পেয়েছিল তারা।

 

 

 

 

 

Link copied!