বয়স ৪১, অথচ এখনও দাপটের সঙ্গে খেলে যাচ্ছেন পৃথীবার চারপাশে। টি-টোয়েন্টি ক্রিকেটে পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিক যে কোনো ফ্র্যাঞ্চাইজি লিগের জন্য ‘হটকেক।’ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে রংপুর রাইডার্সের হয়ে খেলছেন তিনি।
শুক্রবার (৩ ফেব্রুয়ারি) রংপুরের জার্সিতে হোম অফ ক্রিকেটে ঢাকা ডমিনেটরসের বিপক্ষে ক্যারিয়ারের ৫০০তম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নেমেছেন শোয়েব মালিক। টি-টোয়েন্টিতে ৫০০ ম্যাচ খেলা তৃতীয় ক্রিকেটার শোয়েব। এর আগে এ কীর্তি ছুঁয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার কায়রন পোলার্ড, ও ডোয়াইন ব্রাভো।
বিপিএলে আজকে ৫১তম ম্যাচ খেলতে নেমেছেন শোয়েব। কুমিল্লা ভিক্টোরিয়ানসের জার্সিতে ২০১৫ সালে প্রথমবার বিপিএলে খেলেছিলেন তিনি।
এখন পর্যন্ত মোট চারটি ফ্র্যাঞ্চাইজির হয়ে বিপিএল খেলেছেন শোয়েব। কুমিল্লা ছাড়া চিটাগং ভাইকিংস, রাজশাহী রয়্যালস ও রংপুর রাইডার্সের হয়ে এখন পর্যন্ত ৮ ফিফটিতে বিপিএলে তার সংগ্রহ ১ হাজার ২৭৬ রান। বিপিএলে বিদেশিদের মধ্যে তাঁর চেয়ে বেশি রান করেছেন শুধু ক্রিস গেইল। ওয়েস্ট ইন্ডিয়ান এই বাঁহাতির বিপিএলে সংগ্রহ ১ হাজার ৭২৩ রান।
এখন পর্যন্ত স্বীকৃত টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ম্যাচ ৬১৪ খেলেছেন পোলার্ড। ৫৫৬ ম্যাচ খেলে তালিকায় দুই নম্বরে তার স্বদেশী ব্রাভো।
২০০৫ সালে পাকিস্তানের ঘরোয়া লিগে শিয়ালকোট স্ট্যালিয়নসের হয়ে লাহোর ইগলসের বিপক্ষে টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হয় শোয়েবের। এখন পর্যন্ত ২৭টি ভিন্ন দলের হয়ে ক্রিকেটের সবচেয়ে ছোট ফরম্যাটে মাঠে নেমেছেন তিনি। শিয়ালকোট স্ট্যালিয়নসের হয়ে সবচেয়ে বেশি ৬৪টি ম্যাচ খেলছেন শোয়েব।
সবমিলিয়ে এখন পর্যন্ত ব্যাট হাতে টি-টোয়েন্টিতে শোয়েবের সংগ্রহ ১২ হাজার ২৮০ রান। শুধু ক্রিস গেইলে শুধু তার চেয়ে বেশি (১৪ হাজার ৫৬২) রান করেছেন টি-টোয়েন্টিতে। টি-টোয়েন্টিতে ৭৫ বার পঞ্চাশোর্ধ ইনিংস খেললেও কখনো সেঞ্চুরির দেখা পাননি এই পাকিস্তানি অলরাউন্ডার। বল হাতে এই ফরম্যাটে শোয়েবের শিকার ১৬২ উইকেট।
ক্যারিয়ারে ৪১ টি-টোয়েন্টি ম্যাচে ম্যাচ সেরা হয়েছেন শোয়ে। টি-টোয়েন্টি তার বেশি ক্রিস গেইল ৬০ ও এবি ডি ভিলিয়ার্স ম্যাচ সেরার খেতাব জিতেছেন ৪২বার।
টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৪১ বার ম্যাচসেরা হয়েছেন শোয়েব। এ সংস্করণে তাঁর চেয়ে বেশি ম্যাচসেরা হয়েছেন দুজন—ক্রিস গেইল (৬০) ও এবি ডি ভিলিয়ার্স (৪২)।
আন্তর্জাতিক টি-টোয়েন্টির ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ১২৪টি ম্যাচ খেলেছেন শোয়েব। শোয়েবের চেয়ে বেশি ম্যাচ খেলেছেন শুধু ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা (১৪৮)।