• ঢাকা
  • বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১, ২৬ রবিউস সানি ১৪৪৬

বায়োপিকের ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি শোয়েবের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৩, ০১:৪০ পিএম
বায়োপিকের ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি শোয়েবের

খুব ধুমধাম করে ঘোষণা করা হয়েছিল, শোয়েব আকতারের জীবন নিয়ে বায়োপিক বানানো হবে। তবে শোয়েব নিজেই জানিয়েছেন, তার বায়োপিক আপাতত হচ্ছে না। রাওয়ালপিন্ডি এক্সপ্রেস ছবির নির্মাতাদের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন।

পর্তুগালে ছুটি কাটাচ্ছিলেন শোয়েব। পাকিস্তানে ফিরে এসে ভক্ত-অনুরাগীদের জন্য দুঃসংবাদ দিলেন আখতার। তার বায়োপিক ‍‍`রাওয়ালপিন্ডি এক্সপ্রেস‍‍` হচ্ছে না।

পাকিস্তানি ফাস্ট বোলারের বায়োপিক নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ ছিল। কিন্তু প্রযোজকের সঙ্গে মত পার্থক্যের কারণে সাবেক পাকিস্তানি ফাস্ট বোলার বলেছেন যে, তিনি নিজেকে বায়োপিকের সাথে যুক্ত করতে চান না। প্রয়োজনে আইনি ব্যবস্থা নেওয়ারও হুমকি দেন শোয়েব।

২০২২ সালের জুলাই মাস থেকে শোয়েবের বায়োপিকের কাজ শুরু হয়েছিল। সবকিছু ঠিকঠাক ই চলছিল। কিন্তু হঠাৎ করেই বায়োপিক নির্মাতার সঙ্গে মতবিরোধ দেখা দেয় শোয়েবের। ক্ষুব্ধ সাবেক ক্রিকেটার প্রযোজকের সঙ্গে চুক্তি বাতিল করতে গিয়েছিলেন। শোয়েবের এমন সিদ্ধান্তে অনেকেই হতাশ।

শোয়েব বলেন, "একটানা চুক্তি লঙ্ঘনের কারণে সিনেমার নির্মাতাদের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করতে বাধ্য হয়েছি। আমি আমার বায়োপিক থেকে সবকিছু প্রত্যাহার করে নিয়েছি। কোনোভাবেই এই প্রকল্পের সঙ্গে যুক্ত হওয়া সম্ভব নয়।"

তবে শোয়েব জানিয়েছেন, এই সিনেমার নির্মাতাদের সঙ্গে কাজ করতে না পারলেও পরবর্তীতে অন্য কোম্পানির সঙ্গে চুক্তি করে বায়োপিকে কাজ করতে পারেন তিনি। এছাড়া, অভিযুক্ত সংস্থা তার জীবনী নিয়ে কাজ চালিয়ে গেলে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস।

Link copied!