এই মুহূর্তে ভারতের সেরা পেসার ধরা হয় যশপ্রীত বুমরাহকে। আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাটে তার ঝুলিতে ৪০০ এর বেশি উইকেট রয়েছে। সেই বুমরাহকে হঠাৎ করেই টেস্ট থেকে অবসর নিতে পরামর্শ দিলেন পাকিস্তানের সাবেক ‘গতিদানব’খ্যাত পেসার শোয়েব আখতার।
শোয়েবের মতে, বুমরাহ’র গতি কমে গিয়েছে। ফলে টেস্ট ক্রিকেটে খেলার যোগ্য নন তিনি। শোয়েবের কথায় তৈরি হয়েছে বিতর্ক।
৪২টি টেস্টে ১৮৫টি উইকেট রয়েছে। তবে বুমরাহর দীর্ঘমেয়াদী সাফল্য নিয়ে সংশয় রয়েছে শোয়েবের মনে। তিনি জানালেন, বুমরাহর উচিত সংক্ষিপ্ত ফরম্যাটের দিকে নজর দেওয়া। কারণ তার বলের গতি এখন কমেছে।
শোয়েব বলেছেন, ‘নিউজিল্যান্ড সিরিজে ও কিছু করতে পারেনি। তবে টেস্টে খেলা চালিয়ে যেতে হলে বুমরাহকে গতি বাড়াতেই হবে। সে ক্ষেত্রে বুমরাহর চোট পাওয়ার সম্ভাবনা থাকছে। ব্যাপারটা অত্যন্ত ঝুঁকির। আমি বুমরাহ হলে শুধু সংক্ষিপ্ত ফরম্যাটে খেলার দিকেই নজর দিতাম।’
অবশ্য বুমরাহ’র প্রশংসা করতে ভুল করেননি শোয়েব, ‘বুমরাহ সংক্ষিপ্ত ফরম্যাটে খুব ভাল বোলার। লাইন, লেংথ ভাল বোঝে। নিখুঁত বল করতে পারে। বিশেষত ডেথ ওভার, পাওয়ার প্লে-তে ওর বোলিং অসাধারণ। বল দু’দিকেই সুইং করাতে পারে।’
অতীতে গ্লেন ম্যাকগ্রাহ, জেমস অ্যান্ডারসন সাফল্যের সঙ্গে টেস্টে বোলিং করেছেন। কারোরই বলে খুব বেশি গতি ছিল না। লাইন-লেংথ ঠিক রেখেই তারা বল করেছেন। অথচ বুমরাহকে পরামর্শ দিতে গিয়ে এই দু’জনের কথা উল্লেখই করেননি শোয়েব। তার ওপর তিনি এটাও বলেছেন, টেস্টে ব্যাটাররা চালিয়ে খেলেন না বলে নাকি লেংথের কোনও গুরুত্ব নেই।
এখন দেখার পালা, বুমরাহকে নিয়ে শোয়েবের মন্তব্য কীভাবে নেয় ভারতীয় সমর্থকরা।