স্ত্রী আয়েশার সঙ্গে অনেক দিন আগেই বিচ্ছেদ হয়েছে ভারতীয় ব্যাটার শিখর ধাওয়ানের। তবে বিচ্ছেদ হলেও পিছু ছাড়েননি, শিখরের নামে অপপ্রচার চালাচ্ছেন বলে দাবি এই ভারতীয় ব্যাটারের।
আয়েশার বিরুদ্ধে আদালতে অভিযোগ করেছেন ধাওয়ান। সেখানে আর্জি জানিয়েছেন আয়েশা যেন তাকে নিয়ে অপপ্রচার চালাতে না পারেন। তার দাবি, আইপিএলে তার দল দিল্লি ক্যাপিটালসের মালিক ধীরজ মালহোত্রাকে মেসেজ করে শিখরের নামে বদনাম করেছেন।
এমনকি আয়েশা ক্যারিয়ার শেষ করে দেওয়ার হুমকিও দিয়েছেন বলে অভিযোগ করেছেন ধাওয়ান। দিল্লির পাতিয়ালা হাউস আদালত ধাওয়ানের অভিযোগ আমলে নিয়েছে।
বিচারক হরিশ কুমার তার রায়ে বলেছেন, ‘আয়েশার নির্দিষ্ট কোনো অভিযোগ থাকতেই পারে। সেই অভিযোগ জানানোর পদ্ধতি আছে। আয়েশা চাইলে আদালতে আসতে পারেন। কিন্তু এভাবে কারো সম্মানহানি করা যায় না। শিখরের বন্ধু, আত্মীয়, সতীর্থ কারো কাছে কোনো মেসেজ পাঠাতে পারবেন না আয়েশা। এ ছাড়া মিডিয়া, সোশ্যাল মিডিয়া কোথাও কিছু লেখা বা বলা যাবে না।”
একই রায়ে আরও বলা হয়েছে, “সংবাদমাধ্যমেও শিখরের বিরুদ্ধে মুখ খুলতে পারবেন না আয়েশা। কারণ, বিষয়টি আদালতে বিচারাধীন। তাঁর কিছু বলার থাকলে আদালতে এসে বলতে পারেন। এর পরেও যদি শিখরের বিরুদ্ধে আয়েশা মুখ খোলেন তা হলে আদালত কড়া পদক্ষেপ নেবে।’’
ব্যাট হাতেও সাম্প্রতিক সময় ভালো যাচ্ছে না ধাওয়ানের। টানা রান খরায় ভোগা এই বাঁহাতি সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজেও দলে ছিলেন না। ঘরের মাঠে বিশ্বকাপেও তার দলে থাকা অনিশ্চিত।