দিন কয়েকের মধ্যেই ধরে রাখা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করবে আইপিএলের দলগুলো। এর আগে ২০২৩ সালে আইপিএলের ১৬তম আসর সামনে রেখে ফ্র্যাঞ্চাইজিগুলো তাদের দল নিয়ে নিজেদের কাজ শুরু করেছে। এরই অংশ হিসেবে পাঞ্জাব কিংসের অধিনায়ক হিসেবে দায়িত্ব তুলে দেওয়া হয়েছে শিখর ধাওয়ানের হাতে। টুর্নামেন্টের ১৬তম আসরে ১২তম অধিনায়ক দেখবে দলটি।
বুধবার (২ নভেম্বর) অনুষ্ঠিত হয় পাঞ্জাব কিংসের বোর্ড সভা। সেখানেই মায়াঙ্ক আগারওয়ালের স্থলাভিষিক্ত হন শিখর ধাওয়ান। ওই সভায় উপস্থিত ছিলেন দলটির নতুন হেড কোচ ট্রেভর বেইলিস।
আইপিএলের ১৫তম আসর শেষে অনিল কুম্বলেকে হেড কোচের পদ থেকে সরিয়ে দেয় বলিউড অভিনেত্রী প্রীতি জিনতার মালিকাধীন পাঞ্জাব কিংস। তার বদলি হিসেবে নিয়োগ পেয়েছেন বেইলিস। ইংল্যান্ডকে বিশ্বকাপ শিরোপা জেতানো এই কোচের ওপরই ভরসা রাখছে নতুন মৌসুমের আগে।
১৫তম আসরের আগে মায়াঙ্ক আগারওয়াল ও আর্শদ্বীপ সিংকে ধরে রেখেছিল পাঞ্জাব কিংস। মেগা নিলামে প্রথম খেলোয়াড় হিসেবে শিখর ধাওয়ানকে কেনে তারা। এবার তার হাতেই অধিনায়কের দায়িত্ব তুলে দেওয়া হলো।
আইপিএলে প্রথমবারের মতো পূর্ণ অধিনায়কের দায়িত্ব পেয়েছেন ধাওয়ান। এর আগে খণ্ডকালীনভাবে আইপিএলে বিভিন্ন ম্যাচে দায়িত্ব পালন করেছিলেন। এর মধ্যে ১০টি সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আর বাকিটি করেছিলেন গত মৌসুমে পাঞ্জাব কিংসের হয়ে।
ঘরোয়া ক্রিকেটে নিয়মিত অধিনায়কত্ব করার অভিজ্ঞতা না থাকলেও আন্তর্জাতিক ক্রিকেটে বেশ কয়েকবারই দলকে নেতৃত্ব দিয়েছিলেন। নিয়মিতই ভারতের দ্বিতীয় সারির জাতীয় দলকে নেতৃত্ব দেন এই ক্রিকেটার।