স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে চাপের মুখে ১৪৫ রানের ইনিংস খেলেছেন শান মাসুদ। পাকিস্তানের অধিনায়ক প্রথম উইকেটের জুটিতে বাবর আজমের সঙ্গে তুলেছেন ২০৫ রান। মাসুদ ২৫১ বলে ইনিংসে গড়েছেন নতুন রেকর্ড।
দক্ষিণ আফ্রিকার মাটিতে পাকিস্তানের সাবেক অলরাউন্ডার আজহার মেহমুদের ২৭ বছরের পুরনো একটি রেকর্ড ভেঙে দিলেন মাসুদ। ১৯৯৮ সালে জোহানেসবার্গ টেস্টে ১৩৬ রানের ইনিংস খেলেছিলেন মেহমুদ। দক্ষিণ আফ্রিকার মাটিতে সেটাই এত দিন ছিল পাকিস্তানের কোনও ক্রিকেটারের সর্বোচ্চ টেস্ট ইনিংস। সোমবার সেই রেকর্ড ভেঙে দিলেন তিনি। ২৫১ বলের ইনিংসে ১৭টি চার মেরেছেন মাসুদ।
মাহমুদের আরও একটি রেকর্ড অবশ্য অক্ষতই থাকল। তিনিই পাকিস্তানের এক মাত্র ক্রিকেটার, দক্ষিণ আফ্রিকার মাটিতে যার একাধিক টেস্ট শতরান রয়েছে। একই সফরে ডারবানেও শতরানের ইনিংস খেলেছিলেন ঐ অলরাউন্ডার। দক্ষিণ আফ্রিকা-পাকিস্তানের সিরিজ দু’টি টেস্টের। তাই এবার আর মেহমুদের সেই রেকর্ড স্পর্শ করার সুযোগ নেই মাসুদের।