সপ্তম ক্রিকেটার হিসেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) শততম ম্যাচ খেলছেন ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান। রোববার (১২ ফেব্রুয়ারি) বিপিএলের চলতি আসরের এলিমিনেটর ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে এই মাইলফলক স্পর্শ করেছেন তিনি।
সাকিব এখন পর্যন্ত ছয়টা ফ্র্যাঞ্জাইজির হয়ে বিপিএল খেলেছেন। দলগুলো হলো, খুলনা রয়েল বেঙ্গলস, ঢাকা গ্লাডিয়েটরস, রংপুর রাইডার্স, ঢাকা ডাইনাইমটস, জেমকন খুলনা ও বর্তমানে ফরচুন বরিশাল।
বিপিএলে এখন পর্যন্ত ব্যাট হাতে সাকিবের সংগ্রহ ২১৯০ রান। বল হাতে সাকিব শিকার করেছেন ১৩০ উইকেট। ব্যাট হাতে সর্বোচ্চ ৮৯ আর বল হাতে ১৬ রানে পাঁচ উইকেট তার সেরা পারফর্মেন্স।
সাকিবের আগে আরও ছয়জন ক্রিকেটার বিপিএলে ১০০ বা তার বেশি ম্যাচ খেলেছেন। সর্বোচ্চ ১০৮ ম্যাচ খেলার রেকর্ড মুশফিকুর রহিমের। এছাড়া এনামুল হক বিজয় ১০৭, ইমরুল কায়েস ও মাহমুদউল্লাহ রিয়াদ ১০৪, মাশরাফি বিন মুর্তজা ১০২ ও মোহাম্মদ মিঠুন বিপিএলে একশ ম্যাচ খেলেছেন।
চলতি বিপিএলে ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে আছেন সাকিব আল হাসান। ১২ ম্যাচে তার সংগ্রহ ৩৭৫ রান। তার সামনে শুধু সিলেট স্ট্রাইকার্সের তৌহিদ হৃদয় (৩৭৮)।