• ঢাকা
  • বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
গ্লোবাল সুপার লিগ

সাকিবের আগুনঝরা বোলিংয়ে জয় পেল গায়ানা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২৪, ১২:১৯ পিএম
সাকিবের আগুনঝরা বোলিংয়ে জয় পেল গায়ানা
উইকেট লাভের পর গায়ানা সতীর্থদের ভালোবাসায় সিক্ত তানজিম সাকিব। ছবি : সংগৃহীত

জাতীয় দলে শুরু থেকেই নজর কেড়েছেন বাংলাদেশের পেসার তানজিম হাসান সাকিব। এবার নিজের বোলিং নৈপূণ্য দেখালেন বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে। গ্লোবাল সুপার লিগে শুরুটা বেশ দারুণ হলো সাকিবের জন্য। প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি দলের হয়ে খেলতে নেমেই পেয়েছেন ২ উইকেট। গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের জার্সিতে নিজের প্রথম ওভারেই পেয়েছেন সাফল্য। তার এমন দুর্দান্ত স্পেলের দিনে ৬ উইকেটের সহজ জয় পেয়েছে গায়ানা।

পাকিস্তান সুপার লিগের দল লাহোর কালান্দার্সকে ছয় উইকেটে হারিয়েছে দলটি। এদিন ২০ রান খরচায় দুই উইকেট নেন গায়ানার বাংলাদেশি পেসার সাকিব।

সাকিবের পাশাপাশি গায়ানার হয়ে বল হাতে সাফল্য পেয়েছেন ডোয়াইন প্রিটোরিয়াস এবং হাসান খান। ২১ রান খরচায় চার উইকেট নেন প্রিটোরিয়াস। ৩১ রান খরচায় দুই উইকেট নেন হাসান খান। তাদের দুর্দান্ত বোলিংয়ে ১৯.২ ওভারে ১২৫ রানে অলআউট হয় লাহোর।

লাহোরের বিপক্ষে ইনিংসের দ্বিতীয় ওভারে বল হাতে তুলে নেন তানজিম। প্রথম বলেই চার হজম করেন তিনি। দুই বল ডট দিয়ে চতুর্থ বলে সাকিব পান উইকেটের দেখা। দারুণ এক ডেলিভারিতে মির্জা বাইগকে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলেন তিনি। সেই ওভারে আর কোনো রানই হজম করতে হয়নি সাকিবকে।

পরের ওভারের সাকিবের প্রথম দুই বলেই চার হাঁকান অ্যাডাম রসিংটন। এরপর অবশ্য আর কোনো রান দেননি এই পেসার। ইনিংসের ১২তম ওভারে আবারও আক্রমণে আসেন সাকিব। এই ওভারে ছয় রান হজম করেন তিনি। এর পর শেষ ওভারে আসেন সাকিব। মাত্র দুটি বল করার সুযোগ। প্রথম বলে দুই রান নেয়ার পর দ্বিতীয় বলেই রস্টন চেজকে ক্যাচ দিয়ে ফেরেন সালমান মির্জা। লাহোরের হয়ে ৪৫ বলে ৪৮ রান করেন টম অ্যাবেল।

লক্ষ্য তাড়া করতে নেমে ১৭.৫ ওভারেই খেলা শেষ করে গায়ানা। ৪৩ বলে ৪৫ রানে অপরাজিত থাকেন দলটির উইকেটরক্ষক ব্যাটার শাই হোপ। কিমো পল ১৩ বলে অপরাজিত ২৭, মঈন আলী ১৯ বলে ১৭ রান করে জয়ের পথ সহজ করে দেন দলের জন্য। লাহোরের হয়ে দুটি করে উইকেট নেন সালমান এবং আসিফ আফ্রিদি।

ম্যাচসেরা হয়েছেন ডোয়াইন প্রিটোরিয়াস।

Link copied!