আন্তর্জাতিক ক্রিকেটে শ্রীলঙ্কার সনাৎ জয়াসুরিয়া এবং ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলের রেকর্ডের ছড়াছড়ি। অনেকবারই জিতিয়েছে দলকে। এবার এই দুই তারকাকে ছাড়িয়ে যাবার সুযোগ রয়েছে টাইগার অধিনায়ক সাকিব আল হাসানের সামনে।
বিশ্বকাপে এখন পর্যন্ত ৩৫ ম্যাচ খেলেছেন ক্রিস গেইল। রান করেছেন ১১৮৬ রান। উইকেট নিয়েছেন ১৬টি। এবার উইকেট এবং রানের দিক থেকে ক্যারিবীয় লিজেন্ডকে পেছনে ফেলার সুযোগ সাকিবের সামনে। পঞ্চম বিশ্বকাপ খেলতে যাওয়া সাকিব সবগুলো আসর মিলে ১ হাজার ১৬১ রানের পাশাপাশি নিয়েছেন ৩৮ উইকেট। উইকেটের হিসেবে গেইলকে অলরেডি পেছনে ফেলেছেন সাকিব। রানের হিসেবে ইউনিভার্সেল বসকে পেছনে ফেলতে সাকিবকে আর ২৬ রান দরকার।
ক্যারিবীয় ব্যাটিং দানবকে পেছনে ফেলতে সাকিব ২৬ রান করলে ছাড়িয়ে যাবেন আরেক কিংবদন্তিকে। লঙ্কান অলরাউন্ডার সনাৎ জয়াসুরিয়া বিশ্বকাপে ব্যাট হাতে করেছেন ১ হাজার ১৬৫ রান। লঙ্কান এই কিংবদন্তিকে পেছনে ফেলতে সাকিবকে করতে হবে মাত্র ৫ রান।
উইকেটের দিক থেকে গেইলের মতো জয়াসুরিয়াকেও আগেই ছাড়িয়ে গেছেন সাকিব। সাকিবের ৩৮ উইকেটের বিপরীতে জয়াসুরিয়া বিশ্বকাপে পেয়েছেন ২৭ উইকেট আর গেইলের সংগ্রহ মাত্র ১৬ উইকেট।