বর্তমান সময়ের অন্যতম বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান তার জাদুকরি স্পিনে ইংলিশ কাউন্টি লিগে অভিষেক ম্যাচে সারে দলের হয়ে প্রতিপক্ষকে ঘায়েল করে চলেছেন। প্রথম ইনিংসে ৪টি উইকেটের পর দ্বিতীয় ইনিংসেও বিপজ্জনক রূপ ধারণ করে আছেন।
দ্বিতীয় ইনিংসে বুধবার নিয়েছেন আরও ৪টি উইকেট। তৃতীয় দিনের শেষে মোট ৮টি উইকেট নিয়ে সমারসেটের বিপক্ষে সারের জয়লাভের ক্ষেত্র তৈরি করেছেন। তবে দলের বাকি বোলাররা তার মতো কার্যকর ভূমিকা রাখতে পারলে সমারসেট দ্বিতীয় ইনিংসে খুব বেশি এগোতে পারতো না।
সমারসেটের ৩১৭ রানের জবাবে সারে প্রথম ইনিংসে করে ৩২১ রান। দ্বিতীয় ইনিংসে সাকিবের মারাত্মক বোলিংয়ে সমারসেট তৃতীয় দিনশেষে ৯ উইকেটে ১৯৪ রান করে। ফলে তারা সাকিবদের চেয়ে ১৯০ রানে এগিয়ে রয়েছে।
সাকিব দুই ইনিংসে মোট ৮টি উইকেট নিয়ে অভিষেককে রাঙিয়ে তুলেছেন। বাংলাদেশ দল ১৫ সেপ্টেম্বর ভারতে যাবে। একমাত্র সাকিব ভিন্ন জায়গা থেকে ভারতে যাবেন। কোচ ও খেলোয়াড়সহ দলের বাকিরা ঢাকা থেকে ভারত যাবেন। সেখানে পৌঁছে দুই-তিন দিন হালকা অনুশীলনের পর প্রথম টেস্টে মুখোমুখি হবেন তারা ভারতের।