• ঢাকা
  • শনিবার, ০১ মার্চ, ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩০, ১ রমজান ১৪৪৬

এশিয়ান লিজেন্ডস লিগে খেলবেন সাকিব


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১, ২০২৫, ০৪:০৮ পিএম
এশিয়ান লিজেন্ডস লিগে খেলবেন সাকিব
সাকিব আল হাসান। ফাইল ফটো

আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেননি সাকিব আল হাসান। টি-টোয়েন্টিকে বিদায় বলে দিলেও টেস্ট ও ওয়ানডে থেকে সরে দাঁড়াননি তিনি। তা সত্ত্বেও সাবেক ক্রিকেটারদের টুর্নামেন্টে খেলতে যাচ্ছেন বাংলাদেশের বাঁহাতি অলরাউন্ডার।

আগামী ১০ মার্চ ৫টি দল নিয়ে ভারতে শুরু হচ্ছে এশিয়ান লিজেন্ডস লিগ। এই টুর্নামেন্টে সাকিব খেলবেন এশিয়ান স্টার্সের হয়ে। উদ্বোধনী দিনে দলটি মুখোমুখি হবে আফগানিস্তান পাঠানসের।

সাকিবের পাশাপাশি স্টার্সের হয়ে খেলতে দেখা যাবে বাংলাদেশের সাবেক অলরাউন্ডার অলক কাপালিকে। এই দলে আরও আছেন শ্রীলঙ্কার দিলশান মুনাবিরা ও সেকুগে প্রসন্ন এবং ভারতের কেদার যাদব ও সৌরভ তিওয়ারি।

গত আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর আর দেশে ফেরা সম্ভব হয়নি আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিবের। পরের মাসে বাংলাদেশের ভারত সফরের সময় তিনি জানিয়েছিলেন, জাতীয় দলের জার্সিতে টি-টোয়েন্টি আর খেলবেন না।

এরপর অক্টোবরে ঘরের মাঠে মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট ছাড়ারও ঘোষণা দিয়েছিলেন সাকিব। তবে প্রতিকূল বাস্তবতায় তিনি আর দেশে ফিরতে পারেননি। তাই সবশেষ বিপিএলেও খেলা হয়নি তার। তারপর আসন্ন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে খেলার জন্য গত মাসে একটি দলে নাম নিবন্ধন করিয়েছিলেন সাকিব। তবে একদিন পরই তা প্রত্যাহার করে নেন তিনি।

টুর্নামেন্টের আরেকদল বাংলা টাইগার্সে আছেন বাংলাদেশের মোহাম্মদ আশরাফুল, নাঈম ইসলাম ও তুষার ইমরান। কিছুদিন আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া তামিম ইকবালেরও তাদের সঙ্গী হওয়ার কথা ছিল। তবে তিনি এবারের লিজেন্ডস লিগে খেলছেন না।

আসরের অন্য দুটি দল হলো শ্রীলঙ্কান লায়ন্স ও ইন্ডিয়ান রয়্যালস। লিগ পর্বের পর টুর্নামেন্টে দুটি এলিমিনেটর ও কোয়ালিফায়ার ম্যাচ শেষে আগামী ১৮ মার্চ অনুষ্ঠিত হবে ফাইনাল। সবগুলো ম্যাচ হবে রাজস্থানের মিরাজ আন্তর্জাতিক স্টেডিয়ামে।

Link copied!