বিশ্বের অন্যতম জনপ্রিয় ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেট আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসর মাঠে গড়ানোর অপেক্ষা। সোমবার বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের সঙ্গে দুর্বার রাজশাহীর ম্যাচ দিয়ে শুরু হবে ২০২৫ সালের বিপিএল।
বিপিএলের দশম আসর চলতি বছরের জানুয়ারিতে শুরু হয়ে মার্চে শেষ হয়।
এবারের বিপিএলে রাজনৈতিক কারণে খেলতে পারবেন না বিশ্বের সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এবং বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ফলে বিপিএলের আকর্ষণ আগের তুলনায় এবার অনেক কম।
উদ্বোধনী দিনে দুপুর দেড়টায় প্রথম ম্যাচের পর সন্ধা সাড়ে ছয়টায় দিনের দ্বিতীয় ম্যাচ শুরু হবে। এতে ঢাকা ক্যাপিটেলস ও রংপুর রাইডার্স মুখোমুখি হবে।
এবারের আসরে ৭টি দল প্রথমে ডাবল লিগ পদ্ধতিতে খেলবে। পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা চারটি দল খেলবে প্লে-অফ পর্বে।