• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

হঠাৎ পেশোয়ার জালমি ছাড়লেন সাকিব


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৩, ০৪:০৭ পিএম
হঠাৎ পেশোয়ার জালমি ছাড়লেন সাকিব

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলেই পাকিস্তানে উড়াল দিয়েছেন দেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। পাকিস্তান সুপার লিগে তিনি যোগ দিয়েছিলেন পেশোয়ার জালমির সঙ্গে।

প্রথম ম্যাচ খেলে সাকিব আল হাসান উড়াল দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রে। পারিবারিক জরুরি পরিস্থিতি সামাল দিতে স্কোয়াড ছাড়তে হয়েছে তাকে। তার স্থলাভিষিক্ত হয়েছেন আফগানিস্তানের আজমতুল্লাহ ওমরজাই। পেশোয়ার জালমি যোগ্যতা অর্জন করলে বাংলাদেশ অলরাউন্ডার পাকিস্তান সুপার লিগে প্লে অফ ম্যাচ খেলবেন।

সাকিব বলেন, “একটি গুরুত্বপূর্ণ ব্যক্তিগত বিষয়ে অংশ নেওয়ার জন্য আমাকে সাময়িকভাবে পিএসএল ছাড়তে হবে। আমি জানি এখানে আমার একটি শক্তিশালী ফ্যানবেজ আছে এবং আমি সমর্থকদের সামনে সব ম্যাচ খেলার অপেক্ষায় ছিলাম। তবে হতাশ হওয়ার কারণ নেই। কারণ প্রতিযোগিতার দ্বিতীয় পর্বে আমি পেশোয়ার জালমির শিরোপা পুনরুদ্ধারের আমার ভূমিকা পালন করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব।"

প্রতিযোগিতার তৃতীয় ম্যাচে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের মুখোমুখি হবে পেশোয়ার। ম্যাচটি ২০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় জালমি এখন পর্যন্ত একটি ম্যাচ জিতেছে এবং একটি ম্যাচে হেরেছে।

Link copied!