• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

হকি দলের মালিকানা সাকিবের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২২, ০৩:৫১ পিএম
হকি দলের মালিকানা সাকিবের

বাংলাদেশের ক্রিকেট বিশ্বের দরবারে পরিচিত হলেও হকি তেমন পরিচিতি পায়নি। এবার হকিতে বিশ্বের কাছে পরিচিত করার দায়িত্ব নিলেন বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান। সাকিবের প্রতিষ্ঠান মোনার্ক মার্ট আসন্ন হকি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে বাংলাদেশ চ্যাম্পিয়নস ট্রফিতে দলের মালিকানা কিনেছেন। এই দলের স্পনসরশিপ করবে অনলাইনভিত্তিক প্রতিষ্ঠানটি।

ছয়টি দল নিয়ে আগামী অক্টোবরে এই টুর্নামেন্ট শুরু হবে। সাকিবের প্রতিষ্ঠান ছাড়াও দল কিনেছে রূপায়ন গ্রুপ, সাইফ পাওয়ারটেক, একমি, ওয়ালটন গ্রুপ। 

ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টুর্নামেন্টে ৫ বছরের চুক্তিতে মালিকানা পেয়েছে প্রতিষ্ঠানগুলো। দলগুলো হবে দেশের ছয়টি বিভাগ ঢাকা, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট ও চট্টগ্রামের নামে। 

সাকিব বলেন , “হকির সম্ভাবনা আমার কাছে মনে হয় যে কোনো স্পোর্টসের চেয়ে বেশি। তাই হকির সঙ্গে থাকতে পেরে আমি খুশি।”

তিনি আরও বলেন, "হকির প্রতি আগ্রহ আমার অনেক আগে থেকেই। আসলে যে কোনো স্পোর্টসের সঙ্গে থাকতে পারলে ভালো লাগে। সবচেয়ে বড় কথা, খেলাধুলা এমন একটা জায়গা, যার মাধ্যমে যুবসমাজকে মাদকদ্রব্য থেকে দূরে রাখা যায়।"

Link copied!