• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

ভেট্টরিকে পেছনে ফেললেন সাকিব


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৭, ২০২৩, ০৬:৩৬ পিএম
ভেট্টরিকে পেছনে ফেললেন সাকিব
সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মেহেদী হাসান মিরাজ ও নাজমুল হোসেন শান্তর দুর্দান্ত ব্যাটিংয়ে আফগানিস্তানের বিপক্ষে দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ। ব্যাট হাতে তাই খুব একটা দায়িত্ব বর্তায়নি অধিনায়ক সাকিব আল হাসানের কাঁধে। তবে বল হাতে নেমেই তিনি গড়েছেন এক কীর্তি।

ভারতের ধর্মশালায় শনিবার (৭ অক্টোবর) আফগানিস্তানের বিপক্ষে ৮ ওভার বল করে মাত্র ৩০ রান খরচায় ৩ উইকেট নেন সাকিব। ওয়ানডে বিশ্বকাপে এ নিয়ে ৩০ ম্যাচে তার শিকার ৩৭ উইকেট। আগের চার বিশ্বকাপে তার ঝুলিতে ছিল ৩৪ উইকেট।

ছবি : সংগৃহীত

এদিন ৩ উইকেট নিয়ে তিনি ছাড়িয়ে গেছেন নিউজিল্যান্ডের স্পিনার ড্যানিয়েল ভেট্টোরিকে। আর নাম লিখিয়েছেন বিশ্বকাপ ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ স্পিন উইকেট শিকারি হিসেবে। ২২ ম্যাচে ৪০ উইকেট নিয়ে এ তালিকার দুইয়ে আছেন ইমরান তাহির। শীর্ষে থাকা মুত্তিয়া মুরালিধরনের শিকার ৪০ ম্যাচে ৬৮ উইকেট। তাহির ও মুরালিধরন দুজনই অবসরে।

আর ৪ উইকেট নিয়েই তাই তাহিরকে ছাড়িয়ে যাবেন সাকিব। তবে এ বিশ্বকাপে মুরালিকে ছাড়িয়ে যাওয়া অসম্ভব সাকিবের জন্য।

বর্তমান ক্রিকেট খেলছেন, এমন স্পিনারদের তালিকায় অবশ্য শীর্ষে সাকিব। আর সবমিলিয়ে আছে তিনে। তার ওপরে থাকা দুজনই পেসার। ১৮ ম্যাচে ৪৯ উইকেট নিয়ে যেখানে শীর্ষে অবস্থান করছেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক। ২০ ম্যাচে ৪০ উইকেট নিয়ে দুইয়ে নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট। এদিকে বিশ্বকাপ ইতিহাসে ৩৯ ম্যাচে ৭১ উইকেট নিয়ে সবার শীর্ষে আছেন অজি কিংবদন্তি পেসার গ্লেন ম্যাকগ্রা।

Link copied!