বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফরচুন বরিশালের নেতৃত্ব দিয়েছেন জাতীয় দলের অধিনায়ক সাকিব আল হাসান। তবে এলিমিনেটরে বরিশাল বাদ পড়ায় এবার পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে উড়াল দিয়েছেন দেশসেরা এই অলরাউন্ডার।
পিএসএলের দল পেশোয়ার জালমি আসন্ন পাকিস্তান সুপার লিগের (পিএসএল) জন্য বাংলাদেশের অলরাউন্ডার সাকিবকে চুক্তিবদ্ধ করার বিষয়টি আগেই নিশ্চিত করেছে।
ফরচুন বরিশাল এলিমিনেটরে রংপুর রাইডার্সের কাছে হেরে বিপিএল থেকে বাদ পড়লেও টুর্নামেন্টে সাকিব ছিলেন সফল। তিনি ১৩ ম্যাচে ৩৭৫ রান করেন এবং বল হাতে ১০ উইকেট নেন।
জালমি মিডিয়া টিম সোমবার জানিয়েছে, সাকিব একজন অতিরিক্ত খেলোয়াড় হিসেবে পেশোয়ার জালমিতে যোগ দেবেন এবং ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত দল তাকে পাবে।
পেশোয়ার জালমি ২০১৭ সালে তাদের প্রথম এবং একমাত্র পিএসএল শিরোপা জিতেছিল। ২০১৯ এবং ২০২১ সালে রানার্স আপ হিসেবে তারা টুর্নামেন্ট শেষ করেছিল।