খবরটা প্রকাশ হওয়ার থেকেই চরম বিতর্কের মুখে পড়েছেন জাতীয় দলের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। তবে বিতর্ককে পাত্তা না দিয়ে দুবাইয়ে ঠিকই পুলিশ সদস্য হত্যা মামলার পলাতক আসামি আরাভ খানের স্বর্ণের দোকান উদ্বোধন করেছেন সাকিব।
মঙ্গলবার (১৪ মার্চ) রাতে ইংল্যান্ডকে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। ওই ম্যাচ খেলে রাতেই দুবাইয়ের উদ্দেশ্যে দেশ ছাড়েন সাকিব। এরপর বুধবার (১৫ মার্চ) রবিউল ইসলাম ওরফে আরাভ খানকে সঙ্গে নিয়েই নিয়ে জুয়েলারি দোকানটি উদ্বোধন করেন সাকিব।
সাকিবের আসার খবর পেয়ে এদিন সেখানে উপস্থিত হয়েছিলেন হাজার হাজার মানুষ। যেখানে বিভিন্ন দেশের মানুষসহ দুবাইয়ের প্রবাসী বাংলাদেশিরাও ছিলেন।
আরব সঙ্গীত দিয়ে শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান। এরপর বিভিন্ন বিদেশি শিল্পীরা সঙ্গীত পরিবেশনা করেন। সাকিব আল হাসান অনুষ্ঠানস্থলে পৌঁছান স্থানীয় সময় রাত আটটায়। এ সময় তাকে মঞ্চ পর্যন্ত নিয়ে যেতেই হিমশিম খাচ্ছিলেন নিরাপত্তাকর্মীরা।
স্থানীয় সময় রাত সোয়া আটটার দিকে দোকানটি উদ্বোধন করেন সাকিব। এরপর পাশের গোল্ড ল্যান্ড ভবনে আপন জুয়েলারি নামে আরেকটি শো রুম পরিদর্শন করেন তিনি।
শুধু সাকিব নয় আরাভ জুয়েলারির মঞ্চে এদিন হাজির হয়েছিলেন একদল বাংলাদেশি তারকা। সাকিব যাওয়ার পর সেখানে হিরো আলম, আরেফিন আকাশ, বঙ্গ শিমুল ও যাবেদ সরওয়ারাও পারফর্ম করেছেন। আর জনপ্রিয় উপস্থাপক দেবাশীষ বিশ্বাস ছিলেন উপস্থাপনার দায়িত্বে।
এর আগে বুধবার (১৫ মার্চ) দেশের একটি পত্রিকায় উঠে আসে আরাভ জুয়েলার্সের মালিক আরাভ খানের আসল পরিচয়। তাদের প্রতিবেদন অনুযায়ী আরাভ খান মূলত গোপালগঞ্জের কোটালীপাড়ার আশুতিয়া গ্রামের রবিউল ইসলাম ওরফে আপন ওরফে সোহাগ ওরফে হৃদয়।
তিনি পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মো. মামুন এমরান খান হত্যা মামলার পলাতক আসামি। বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে গিয়ে নাগরিকত্ব নিয়ে ভুয়া পাসপোর্ট বানিয়ে দুবাই পাড়ি দিয়েছেন বলে জানা গেছে।