• ঢাকা
  • সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

দ্বিতীয় দিনের মতো অনুশীলনে সাকিব


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৩, ১০:৪৯ এএম
দ্বিতীয় দিনের মতো অনুশীলনে সাকিব
বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট দল বর্তমানে অবস্থান করছে কলকাতায়। কারণে বিশ্বকাপের পরবর্তী দুই ম্যাচ কলকাতার ইডেন গার্ডেনেই হবে। বাংলাদেশ জাতীয় দল পশ্চিম বাংলায় থাকলেও টাইগার অধিনায়ক সাকিব আল হাসান ঘাম ঝড়াচ্ছেন মিরপুরে। ইডেন গার্ডেনে নামার আগে নিজেকে তৈরি করতে ঢাকায় এসেছেন এই অলরাউন্ডার। মিরপুরে দ্বিতীয় দিনের মতো কোচ নাজমুল আবেদিন ফাহিমের অধীনে অনুশীলন করছেন সাকিব।বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকাল ৯টা ১০ মিনিটে মিরপুরে এসেছেন সাকিব। এরপর ইনডোরে অনুশীলন শুরু করেন তিনি।

এর আগে, বুধবার (২৫ অক্টোবর) সকালে ভারতে দলকে রেখে দেশে ফিরে আসেন সাকিব আল হাসান। এরপর কালক্ষেপণ না করেই দুপুরেই চলে যান মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে। সেখানে বিকেএসপির প্রশিক্ষক নাজমুল আবেদীন ফাহিমের সঙ্গে অনুশীলন করেন সাকিব।

চলতি বিশ্বকাপে ঠিকঠাক ভাবে সাকিবের ব্যাট কথা বলছে না। অলরাউন্ডার সাকিব বল হাতে উইকেট তুলে নিলেও ম্যাচে তা প্রভাব ফেলতে পারছেন না। তাই নিজেকে স্বরূপে ফিরে পেতেই টাইগার কাপ্তান ঢাকায় ফিরে এসেছেন বলে জানিয়েছেন অলরাউন্ডারের শৈশবের কোচ নাজমুল আবেদীন ফাহিম। বুধবার তার সঙ্গে অনুশীলন সেশন নিয়ে সন্তুষ্ট সাকিব। আরও একটা সেশনের পর ফিরে যাবেন দলের কাছে।

বিশ্বকাপে নিজেকে সেভাবে মেলে না ধরতে পারার কারণেই সাকিব ছুটে এসেছেন শৈশবের গুরু নাজমুল আবেদিন ফাহিমের কাছে। পথ হারানো ছাত্রকে পথের দিশা দিতে পাশে দাঁড়িয়েছেন ফাহিমও। আর মিরপুরের ইনডোর স্টেডিয়ামে গুরু ফাহিমের কাছে নিজের ভুলত্রুটিগুলো শুধরে নিচ্ছেন সাকিব।

জানা গেছে, শুক্রবার (২৭ অক্টোবর) দলের সঙ্গে যোগ দেবেন সাকিব। এর পরদিনই ইডেন গার্ডেনে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা।

Link copied!