• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

সাকিবের আশা, শ্রীরাম থাকবেন অনেক দিন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১, ২০২২, ০২:৫৩ পিএম
সাকিবের আশা, শ্রীরাম থাকবেন অনেক দিন
সাকিব আল হাসান ও শ্রীধরন শ্রীরাম

টি-টোয়েন্টি দলকে ঢেলে সাজানোর জন্য ভারতের সাবেক ক্রিকেটার শ্রীধরন শ্রীরামকে টেকনিক্যাল কনস্যালট্যান্ট হিসেবে নিয়োগ দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সরাসরি না বললেও আদতে টি-টোয়েন্টি দলের  হেড কোচের দায়িত্বই সামলাচ্ছেন তিনি।

শ্রীরামের সঙ্গে বিসিবির চুক্তি ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত। ফলে ৬ নভেম্বর চলতি বিশ্বকাপে বাংলাদেশের শেষ ম্যাচ পাকিস্তানের বিপক্ষে। ওই ম্যাচেই চুক্তির মেয়াদও শেষ হচ্ছে শ্রীরামের।

তবে টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান শ্রীরামের পারফর্মেন্সে খুবই খুশি। তার চাওয়া, শ্রীরাম লম্বা সময় টাইগারদের সাথে কাজ করুক।

অ্যাডিলেডে বুধবার (২ নভেম্বর) ভারতের বিপক্ষে সুপার টুয়েলভে নিজেদের চতুর্থ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ। তার আগে মঙ্গলবার (১ নভেম্বর) সংবাদ সম্মেল্পনে উপস্থিত হয়েছিলেন অধিনায়ক সাকিব।

সেখানেই সাকিব বলেন দলের সবার সাথে শ্রীরামের সম্পর্ক ভালো। তার পরিকল্পনাও ভালো লেগেছে সাকিবদের।

সাকিব বলেন, “আমার মনে হয় এখানের আসার পর থেকে সে (শ্রীরাম) বেশ ভালোভাবে তার কাজ শেষ করেছে । তার কিছু নির্দিষ্ট পরিকল্পনা আছে যা নিয়ে সে কাজ করতে চেয়েছে। ছেলেদের সাথে তার সম্পর্কও ভালো।”

চলতি বছরের এশিয়া কাপ থেকে বাংলাদেশ দলের দায়িত্ব নিয়েছেন শ্রীরাম। এই অল্প সময়েই তার কাজ দলের সবার ভালো লেগেছে বলে মনে করেন সাকিব।

“যেভাবে সে কথা বলে তা ছেলেদের কাছে ভালো লাগে। তার অধীনে আমরা কয়টা ম্যাচ খেললাম, আমি জানি না…হয়তো তিন, চার, পাঁচ, ছয়টা ম্যাচ। এই অল্প সময়ে আমি মনে করি সে তার কাজটা ভালোভাবে করেছে এরকম একটা তরুণ দল নিয়ে। আমি আশা করি সে বাংলাদেশের হয়ে চালিয়ে যাবে” যোগ করেন সাকিব আল হাসান।

Link copied!