• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬
পিএসএল

এক ম্যাচ খেলেই একাদশ থেকে বাদ সাকিব


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৩, ০৬:৫৩ পিএম
এক ম্যাচ খেলেই একাদশ থেকে বাদ সাকিব
ফাইল ছবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এলিমিনেটর ম্যাচে হারার পরই পাকিস্তান উড়ে গিয়েছিলেন ফরচুন বরিশাল অধিনায়ক সাকিব আল হাসান। পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল পেশোয়ার জালমি দলে ভিড়িয়েছিল তাকে।

পিএসএলে মাত্র এক ম্যাচ খেলেই জালমির একাদশ থেকে বাদ পড়েছেন সাকিব। তার জায়গায় মুলতান সুলতানের বিপক্ষে রভম্যান পাওয়েলকে নিয়েছে দলটি।

এর আগে পিএসএলে ফেরার ম্যাচে বিবর্ণ ছিলেন সাকিব। ব্যাটিংয়ে সুযোগ পেয়েছিলেন মাত্র এক বল খেলার, যেখানে রানও করেছিলেন। বোলিংয়ে প্রথম দুই ওভারে মাত্র ১১ রান দিলেও শেষ ওভারে দিয়েছেন ২১ রান। ফলে তিন ওভারে কোনো উইকেট না নিয়ে ৩২ রান দিয়েছেন সাকিব।

তবে সাকিব বিবর্ণ থাকলেও জয় পেয়েছিল তার দল জালমি। সাকিবের দল পেশোয়ার জালমি এদিন আগে ব্যাটিং করে ১৯৯ রানের সংগ্রহ পেয়েছিল। ব্যাট হাতে টম কোহলার-ক্যাডমোরের ৫০ বলে ৯২ ও অধিনায়ক বাবর আজমের ৪৬ বলে ৬৮ রান করেন।

জবাবে করাচি কিংস  ৪৭ বলে অপরাজিত ৮০ রানের দুর্দান্ত ইনিংস খেললেও জয় এনে দিতে পারেননি দলকে। বিপরীতে দুই রানের জয়ে আসর শুরু করেছিল সাকিবের দল পেশোয়ার।

Link copied!