• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

টিম সাউদির কাছে রাজত্ব হারালেন সাকিব


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৩১, ২০২৩, ০৩:৩৪ পিএম
টিম সাউদির কাছে রাজত্ব হারালেন সাকিব
সাউদির কাছে রাজত্ব হারালেন সাকিব। ছবি : সংগৃহীত

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে আজ শুরু হবে বাংলাদেশ দলের এশিয়া কাপ মিশন। বৃহস্পতিবার এই ম্যাচে মাঠে নামার আগেই দুঃসংবাদ পেলেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান।

টি-টোয়েন্টি ক্রিকেটের সর্বোচ্চ উইকেট শিকারির রেকর্ড সাকিবকে টপকে নিজের করে নিয়েছেন নিউজিল্যান্ডের তারকা পেসার টিম সাউদি।

বুধবার (৩০ আগস্ট) ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে নিজের প্রথম ওভারেই জনি বেয়ারস্টোকে সাজঘরে ফিরিয়ে শীর্ষস্থান নিজের দখলে নেন কিউই এই পেসার। এর আগে চলতি বছরের মার্চে সাউদিকে টপকে গিয়েছিলেন সাকিব।

১৪০ উইকেট নিয়ে সিরিজের প্রথম ম্যাচ শুরু করেছিলেন সাউদি। ইংল্যান্ডের বিপক্ষে ১ উইকেট নিয়ে এখন তিনিই শীর্ষে। টিম সাউদি এই রেকর্ডটা অবশ্য নিজের কাছে অনেক দিনই রাখতে পারবেন। কারণ সাকিব পরবর্তী টি-টোয়েন্টি খেলবেন আগামী ডিসেম্বরে,  নিউজিল্যান্ডের বিপক্ষেই।

বর্তমানে টি-টোয়েন্টিতে ১১১ ম্যাচে সাউদির উইকেট সংখ্যা এখন ১৪১টি। ১১৭ ম্যাচে ১৪০ উইকেট নিয়ে তারপরেই আছেন সাকিব। সাকিব-সাউদির চেয়ে অনেক কম ম্যাচ খেলে ১৩০ উইকেট নিয়ে তিন নম্বরে আছেন রশিদ খান।

 আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বাধিক পাঁচ উইকেট শিকারি

টিম সাউদি ১৪১নিউজিল্যান্ড
সাকিব আল হাসান১৪০বাংলাদেশ
রশিদ খান১৩০আফগানিস্তান
ইশ সোধি১১৯নিউজিল্যান্ড
লাসিথ মালিঙ্গা১০৭শ্রীলঙ্কা

                       

Link copied!