• ঢাকা
  • বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ১ মাঘ ১৪৩০, ১৬ রজব ১৪৪৬
প্যারিস অলিম্পিক

১০০ মিটার স্প্রিন্টের ফাইনালে শাকারি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৪, ২০২৪, ০১:৩২ এএম
১০০ মিটার স্প্রিন্টের ফাইনালে শাকারি
শাকারি রিচার্ডসন। ছবি: সংগৃহীত

পুরুষ কিংবা নারীদের ১০০ মিটার স্প্রিন্ট হলো যে কোন একাধিক ক্রীড়া সম্বলিত গেমসের সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট। সেটা অলিম্পিক হোক, এশিয়ান গেমস হোক, ইউরোপীয় গেমস হোক, কমনওয়েলথ গেমস হোক আর সাফ গেমস হোক, সবখানেই বড় মর্যাদার। 

চলতি প্যারিস অলিম্পিকের নারীদের ১০০ মিটার স্প্রিন্ট যিনি জিতবেন, তিনি হবেন আসরের দ্রুততম মানব। সেখান থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন অন্যতম ফেভারিট জ্যামাইকার শেলি অ্যান ফ্রেজার প্রাইস। 

৩৭ বছর বয়সী, ২ বারের অলিম্পিক চ্যাম্পিয়ন ও ৭ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রেজার আচমকাই নাম তুলে নিয়েছেন বলে জানা গেছে। আগে থেকে কোন ইঙ্গিত দেননি ফ্রেজার। তার নাম প্রত্যাহারে ২৪ বছর বয়সী, বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন মার্কিন যুক্তরাষ্ট্রের শাকারি রিচার্ডসন এখন টপ ফেভারিট। 

দুই নম্বর হিটে দ্বিতীয় সেরা টাইমিং করে ফাইনালে উঠেছেন শাকারি। সেন্ট লুসিয়ার আলফ্রেড ১০.৮৪ সেকেন্ডে দূরত্ব অতিক্রম করেছেন, সেখানে শাকারি দূরত্ব পার করেন ১০.৮৯ সেকেন্ডে।

Link copied!