• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

এক বছর পর ফিরে ১০০ উইকেটের মাইলফলকে শাহীন আফ্রিদি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৬, ২০২৩, ০২:৫২ পিএম
এক বছর পর ফিরে ১০০ উইকেটের মাইলফলকে শাহীন আফ্রিদি

গলে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টের প্রথম দিনেই ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন পাকিস্তানের বাঁহাতি ফাস্ট বোলার শাহিন শাহ আফ্রিদি। পাকিস্তানের হয়ে ১৯তম বোলার হিসেবে এই কীর্তি গড়লেন বাঁ-হাতি এই পেসার।

২০২২ সালের জুলাইয়ে এই মাইলফলকের সুযোগ এসেছিল শাহিন আফ্রিদির। কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে সেই ম্যাচে হাঁটুর চোটে ছিটকে গিয়েছিলেন তিনি। চোটের কারণে এক বছর টেস্ট ক্রিকেট থেকে দূরে থাকতে হয়েছে তাকে।

নতুন বলে সবসময় ভয়ঙ্কর শাহিন। টেস্টে এক বছর পর ফিরেও ব্যতয় ঘটেনি। ম্যাচের তৃতীয় ওভারে শ্রীলঙ্কার ওপেনার নিসান মাদুশকাকে শততম শিকারে পরিণত করেন তিনি। অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা মেরে উইকেটরক্ষক সরফরাজ আহমেদের হাতে ক্যাচ দেওয়ার আগে মাদুশকা করেন ৪ রান। পাকিস্তানের হয়ে ওয়াসিম আকরাম ও ওয়াকার ইউনিসের পর তৃতীয় বোলার হিসেবে ২৩ বছর বয়সে এই কৃতিত্ব অর্জন করেছেন শাহিন।

টেস্টে ১০০ উইকেটে ছুঁতে শাহিন খেলেছেন ২৬ ম্যাচ। পাকিস্তানের হয়ে যা অষ্টম দ্রুততম। ১৭ টেস্টে মাইলফলক ছুঁয়ে রেকর্ডটি দখলে রেখেছেন ইয়াসির শাহ্।

Link copied!