• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বোলিংয়ের শীর্ষে শাহিন আফ্রিদি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১, ২০২৩, ০৮:০৬ পিএম
বোলিংয়ের শীর্ষে শাহিন আফ্রিদি
শাহিন আফ্রিদি। ছবি: সংগৃহীত

বিশ্বকাপে প্রথম দিকে বল হাতে সেভাবে ছন্দে ছিলেন না শাহিন শাহ আফ্রিদি। প্রথম তিন ম্যাচে নিয়েছিলেন চার উইকেট। ইকোনমি প্রায় ম্যাচ প্রতি সাড়ে ছয়। সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে গুছিয়ে নিয়েছে পাকিস্তানের এই পেসার। হয়ে ওঠছে ভয়ঙ্কর। পরের ৪ ম্যাচে নিয়েছেন ১২ উইকেট। ম্যাচ প্রতি ইকনোমি সাড়ে চারের একটু বেশি। বিশ্বকাপে এখন পর্যন্ত ১৬ উইকেট পেয়েছেন শাহিন। অ্যাডাম জাম্পার সঙ্গে বিশ্বকাপে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় শীর্ষে তিনি। দারুণ বোলিং করে যাওয়া শাহিন এবার খুশির খবর পেলেন আইসিসি থেকে। প্রথমবারের মতো আইসিসি বোলিং ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ওঠে এল এই পেসার। 

আজ (বুধবার) সাপ্তাহিক র‌্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি। যেখানে পাঁচ বছরের ক্যারিয়ারে প্রথমবার বোলিং র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ওঠার কীর্তি গড়লেন শাহিন। এই তালিকায় তিনি বড় লাফই দিয়েছেন শাহিন। সাত নম্বর থেকে সরাসরি নম্বর ওয়ান পজিশন বসলেন তিনি।

শাহিন শীর্ষে ওঠে আসায়, র‌্যাঙ্কিংয়ের চূড়ায় থাকা তিন বোলার জশ হ্যাজলউড (৬৬৩), মোহাম্মদ সিরাজ (৬৫৬), কেশব মহারাজ (৬৫১) একধাপ করে নিচে নেমে গেছেন। ২৩ বছর বয়সী শাহিনের নামের পাশে রয়েছে ৬৭৩ রেটিং পয়েন্ট।

এছাড়া বোলারদের তালিকায় সেরা দশের মধ্যে ভারতীয় চায়নাম্যান স্পিনার কুলদীপ যাদব দুই ধাপ এগিয়ে সপ্তম এবং আফগানিস্তানের মুজিব-উর-রহমান দুই ধাপ এগিয়ে অষ্টম স্থানে উঠেছেন। একধাপ করে পিছিয়ে যথাক্রমে পাঁচ-ছয়ে অবস্থান করছেন ট্রেন্ট বোল্ট ও রশিদ খান।

Link copied!