• ঢাকা
  • শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১, ৭ রবিউস সানি ১৪৪৬
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ

উইন্ডিজের কাছে হেরে সেমির আশা নষ্ট বাংলাদেশের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১১, ২০২৪, ০৭:০৭ এএম
উইন্ডিজের কাছে হেরে সেমির আশা নষ্ট  বাংলাদেশের
ব্যাট করছেন ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথুস। ছবি: সংগৃহীত

বাংলাদেশকে ৮ উইকেটের সহজ ব্যবধানে হারিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের সেমিফাইনালে উঠার সম্ভাবনা সৃষ্টি করেছে  ওয়েস্ট ইন্ডিজ দল। আর অপরদিকে, বাংলাদেশের শেষ চারে উঠার আশা প্রায় নষ্টই হয়ে গেল। বৃহস্পতিবার রাতে শারজাহ স্টেডিয়ামে অনুষ্ঠিত ‍‍`বি‍‍` গ্রুপের এক খেলায় বাংলাদেশের ৮ উইকেটে ১০৩ রানের জবাবে ওয়েস্ট ইন্ডিজ ২ উইকেটে ১০৪ রান করে। মাত্র ১২.৫ ওভারে জয়সূচক রান তুলে নেয় ক্যারিবিয়ান নারীরা। তাদের হেইলি ম্যাথুস সর্বোচ্চ ৩৪ রা করেন। আর বাংলাদেশ ইনিংসে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ৩৯, দিলারা ১৯, সোবহানা ১৬ রান করেন। ওয়েস্ট ইন্ডিজের কারিশমা রামহারাম ১৭ রানে ৪টি উইকেট পান এবং ম্যাচসেরা হন। ওয়েস্ট ইন্ডিজের ফ্লেচার ২টি উইকেট লাভ করেন। এটা ছিল টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার চতুর্থ লড়াই। চারটিতেই জয়লাভ করেছে ওয়েস্ট ইন্ডিজ। ২০১৪ সালের মার্চে ৩৬ রানে, ২০১৬ সালের মার্চে ৪৯ রানে এবং ২০১৮ সালের নভেম্বরে ৬০  রানে জয়লাভ করে। এই তিন জয়ের একটি ছিল ঢাকার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে ১৬ রানে স্কটল্যান্ডকে হারিয়ে ঐতিহাসিক  জয় পায়। এরপর সম্ভাবনা সৃষ্টি করেও ২১ রানে পরাজিত হয় ইংল্যান্ডের বিপক্ষে। আর ওয়েস্ট ইন্ডিজ ১০ উইকেটে শোচনীয়ভাবে পরাজিত হয়  দক্ষিণ আফ্রিকার কাছে।

Link copied!