• ঢাকা
  • রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬
কাতার বিশ্বকাপ

লুসাইল স্টেডিয়ামের ছাদ থেকে পড়ে নিরাপত্তারক্ষীর মৃত্যু


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২২, ০১:১৫ পিএম
লুসাইল স্টেডিয়ামের ছাদ থেকে পড়ে নিরাপত্তারক্ষীর মৃত্যু

কাতার বিশ্বকাপে ফের মৃত্যুর কালো ছায়া। তিন সাংবাদিকের মৃত্যুর পর লুসাইল স্টেডিয়ামে এবার নিরাপত্তারক্ষীর মৃত্যু হয়েছে।

নিহতের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, স্টেডিয়ামে দায়িত্ব পালনের সময় ওই ব্যক্তি ৮ম তলা থেকে পড়ে যান।

কাতারের আয়োজক কর্তৃপক্ষ বুধবার জানিয়েছে, নিরাপত্তারক্ষী জন নজাও কিবুয়ে মঙ্গলবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এর আগে ফিফা বিশ্বকাপ চলাকালে খালিদ-আল-মিসলাম, রজার পিয়ার্স এবং গ্রান্ট ওয়াল নামে তিন সাংবাদিক মারা যান।

লুসাইল স্টেডিয়ামে কাজ করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ২৪ বছর বয়সী কেনিয়ার নিরাপত্তা প্রহরী। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক অনেক চেষ্টা করেছেন কিন্তু তাকে বাঁচানো যায়নি।

আয়োজক কমিটির এক বিবৃতিতে বলা হয়, গত শনিবার এ দুর্ঘটনা ঘটে। মেডিকেল টিম ঘটনাস্থলে গিয়ে তাকে জরুরী চিকিৎসা দেয়। অ্যাম্বুলেন্সে করে হামাদ মেডিকেল হাসপাতালে নেওয়ার পর ওই ব্যক্তিকে আইসিইউতে রাখা হয়। তিন দিন আইসিইউতে থাকার পর মঙ্গলবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

 

Link copied!