মিরপুরে প্রথম দিনের শেষ সেশনে মিরাজ-তাইজুলের ঘূর্ণিতে রীতিমতো দিশেহারা হয়ে পড়েছিল নিউজিল্যান্ড। এরই মধ্যে ৫ উইকেট হারিয়ে ফেলেছে তারা। তাই প্রত্যাশা ছিল দ্বিতীয় দিন শুরুতেই হয়তো কিউইদের অল আউট করে ফেলতে পারবে বাংলাদেশ। কিন্তু সেই আশায় পানি ঢেলে দিয়েছে বৃষ্টি। বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয় দ্বিতীয় দিনের খেলা। আজ বেলা ১টা ৫৪ মিনিটে এই ঘোষণা দেওয়া হয়।
শুক্রবার (৮ ডিসেম্বর) তৃতীয় দিনের খেলা শুরু হবে নির্ধারিত সময়ের ১৫ মিনিট আগে (সকাল ৯টা ১৫ মিনিটে), ৪টা ৩০ মিনিটের জায়গায় শেষ হবে ৪টা ৪৫ মিনিটে। তৃতীয় দিন ৯৮ ওভার খেলানোর চেষ্টা করবেন আম্পায়াররা।
এর আগে প্রথমে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের স্পিনারদের সামনে ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। প্রথম ইনিংসে বাংলাদেশ গুটিয়ে যায় ১৭২ রানে।
অন্য দিকে তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজের ঘূর্ণিতে বিধ্বস্ত নিউজিল্যান্ডের স্কোর ৫ উইকেটে ৫৫।