• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আচমকাই ক্রিকেটকে বিদায় শন মার্শের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৪, ০৪:৪১ পিএম
আচমকাই ক্রিকেটকে বিদায় শন মার্শের
শন মার্শ। ছবি: সংগৃহীত

আচমকা ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিলেন শন মার্শ। অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ ক্রিকেট লিগের (বিবিএল) ম্যাচের পরই এমন সিদ্ধান্ত নিলেন এই অজি তারকা।

দীর্ঘদিন ধরে তিনি ছিলেন অস্ট্রেলিয়া দলের এক নক্ষত্র। তিনি ছিলেন দলের এক বিশ্বাসযোগ্য ক্রিকেটার। ব্যাট হাতে তিনি খেলেছেন বেশকিছু মনে রাখার মতো ইনিংস। মেলবোর্ন স্টার্সদের বিরুদ্ধে নিজের শেষ ম্যাচ খেলে অ্যারন ফিঞ্চের পর এবার অবসর ঘোষণা করলেন মার্শ। 

নিজের শেষ ম্যাচেও মার্শ খেলেছেন একটি ম্যাচ উইনিং ইনিংস। ৪৯ বলে তিনি করেন ৬৪ রান। তার ব্যাটিংয়ের উপর ভর করে ছয় উইকেটে ম্যাচ জেতে মেলবোর্ন রেনেগেডস। ম্যাচের সেরাও হন তিনি। 

নিজের অবসর প্রসঙ্গে মার্শ জানিয়েছেন, ‘আমি রেনাগেডসদের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত ছিলাম। ওদের হয়ে খেলাটা বেশ উপভোগ করেছি। এছাড়াও গত পাঁচ বছরে অনেক নতুন ক্রিকেটারের সঙ্গে আমার দেখা হয়েছে এবং এরা সকলেই আমার চিরজীবনের জন্য ভালো বন্ধু হয়ে থাকবে। ওরা সকলেই অসাধারণ সতীর্থ আমার। এছাড়াও আমাদের সকল সদস্য ও ফ্যানেরা ও খুব ভালো এবং আমি ওদের সকলকেই ধন্যবাদ জানাতে চাই আমাকে লাগাতার সমর্থনের জন্য।’

মার্শ আরও বলেন, ‘আমি ওদের এখন একটাই কথা বলব যে চিরকাল এই দলকে সমর্থন করে যান এবং ওদের মধ্যে ক্ষমতা রয়েছে মেলবোর্ন রেনাগেডসকে শীর্ষে নিয়ে যাওয়ার।’

পাশাপাশি, পার্থ স্করচার্সকে নিয়েও প্রশংসা করেন শন। তিনি বলেন, ‘আমার দীর্ঘদিনের ক্রিকেট জীবনে আমি পার্থ স্করচার্সকেও ধন্যবাদ জানাতে চাই। ওদের সঙ্গে খেলাটাও আমি বেশ উপভোগ করতাম এবং অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে ওই দলের সঙ্গে।’

৪০ বছর বয়সী মার্শ অস্ট্রেলিয়ার হয়ে ৭টি টেস্ট, ৩৭টি ওয়ানডে এবং ১২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। 
 

Link copied!