দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডকে ২৫৫ রানেই থামালো ভারত। শেষ ৬ উইকেট তারা তুলে নিলো ৭২ রানে। তবে প্রথম ইনিংসে ১০২ রানের বড় লিডের সুবাদে ভারতের সামনে চ্যালেঞ্জিং লক্ষ্যই ছুড়ে দেয় কিউইরা। পুনে টেস্টে জিততে হলে ৩৫৯ করতে হতো রোহিত শর্মার দলকে। শেষ পর্যন্ত ভারত থামলো ২৪৫ রানে। ১১৩ রানে জিতে এক টেস্ট বাকি থাকতেই ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিলো সফরকারী নিউজিল্যান্ড দল।
এরআগে, ব্যাঙ্গালুরুতে প্রথম টেস্টে ভারতকে ৮ উইকেটে পরাজিত করে নিউজিল্যান্ড। ১ নভেম্বর ওয়াংখেড়েতে তৃতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে।
রান তাড়ায় নেমে অবশ্য শুরুতেই ধাক্কা খায় ভারত। প্রথম ইনিংসে রোহিত করেছিলেন শূন্য, এবার আউট হয়েছেন ৮ রানেই। তবে অধিনায়ককে হারিয়ে রয়েসয়ে খেলার বদলে উল্টো রুদ্ররূপ দেখানো শুরু করেন জশস্বী জসওয়াল। চার-ছক্কা হাঁকিয়ে মাঠ গরম করলেও তিনি আউট হন ৭৭ রান করে।এছাড়া, শুভমান গিল ২৩, বিরাচ কোহলি ১৭, ওয়াশিংটন সুন্দর ২১, সরফরাজ খান ৯, রবীন্দ্র জাদেজা ৪২, রবিচন্দ্রন অশ্বীন ১৮ এবং বুমরাহ অপরাজিত ১০ রান করেন। শেষ দিকে আশা জাগিয়েছিলেন জাদেজা। কিন্তু ভারতের কপালে সেই পরাজয়ই লেখা ছিল।
১০৪ রানে ৬টি উইকেট নেন মিচেল সান্টনার। অ্যাজাজ প্যাটেল নেন ২টি উইকেট। দুই ইনিংসে ১৩ উইকেট এবং ৩৭ রান করে ম্যাচসেরা হন সান্টনার।
এর আগে ৫ উইকেটে ১৯৮ রান নিয়ে দিন শুরু করা নিউজিল্যান্ড অলআউট হয় ২৫৫ রানেই। সঙ্গীর অভাবে ৪৮ রানে অপরাজিত থেকে যান গ্লেন ফিলিপস। ওয়াশিংটন সুন্দর ৫৬ রানে ৪টি আর রবীন্দ্র জাদেজা ৭২ রানে শিকার করেন ৩টি উইকেট।
ঘরের মাঠে টেস্ট সিরিজ জয়ের দীর্ঘ বিশ্বরেকর্ডটি লম্বা করেই চলছিল ভারত। অবশেষে তাদের সেই যাত্রা থেমেছে নিউজিল্যান্ডের দুর্দান্ত পারফরম্যান্সের সামনে। পুনের মহারাষ্ট্র ক্রিকেট এসোসিয়েশন স্টেডিয়ামে স্পিননির্ভর পিচের ফাঁদে নিজেরাই আটকে গেছে স্বাগতিকরা। রোহিত শর্মার ভারত ১১৩ রানে হেরে ঘরের মাঠে সিরিজ খোয়াল এক যুগ পর।
২০১২ সালের পর প্রথম কোনো দল হিসেবে কিউইরা ভারতে টেস্ট সিরিজ জয়ের কীর্তি গড়ল। এর আগে ভারতের মাটিতে শেষবার ২-১ ব্যবধানে টেস্ট সিরিজ জিতেছিল অ্যালিস্টার কুকের ইংল্যান্ড। এরপর ২০১৩ সাল থেকে নিজের ঘরে মোট ৫৪ টেস্ট খেলেছে ভারত। যেখানে ছিল তাদের একচ্ছত্র আধিপত্য। ৭৮ শতাংশ সাফল্য পাওয়া রোহিত-কোহলিরা ওই সময়ে ৪২টি জয়, ৫ হার ও ৭টি টেস্ট ড্র করেছে।