• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

৩৪ বছর ও ২৪০ ম্যাচ পর জয় পেল সান ম্যারিনো


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৪, ০৫:০৮ পিএম
৩৪ বছর ও ২৪০ ম্যাচ পর জয় পেল সান ম্যারিনো
সান ম্যারিনোর জয়ের উৎসব। ছবি: সংগৃহীত

২০ বছর ও ১৪০ ম্যাচ পর জয় পেল সান ম্যারিনো। ২০০৪ সালে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচে লিখেনস্টাইনকে পরাজিত করার পর আর জয় পায়নি বিশ্বের সবচেয়ে বাজে ফুটবল দল সান ম্যারিনো। বিশ্বের ২১০ নম্বর দল সান ম্যারিনো অবশ্য এওয়ে ম্যাচে ২৪০ ম্যাচ ও ৩৪ বছর পর জয় পেল। রোববার রাতে তারা ৩-১ গোলে লিখেনস্টাইনকে হারিয়ে ঐতিহাসিক জয় পায়। লাজ্জারি, নান্নি ও গোলুনচ্চি গোল তিনটি করেন। নেশন্স লিগ ফুটবলে ডি-১ গ্রুপে তারা ৭ পয়েন্ট নিয়ে পরের রাউন্ডে উঠার পথে রয়েছে। এ পর্যন্ত ২১১টি আন্তর্জাতিক ম্যাচে মাত্র তিনটি জয় পেয়েছে লিখেনস্টেইন। যার তৃতীয়টি এসেছে এবার। আর তারা হেরেছে ১৯৮টি ম্যাচে। ১০টি ম্যাচ ড্র করেছে তারা।

Link copied!