• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

মঙ্গলবার দেশে ফিরছেন সাইফউদ্দিন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৪, ২০২৩, ০৯:৪৯ পিএম
মঙ্গলবার দেশে ফিরছেন সাইফউদ্দিন
ফাইল ছবি

দীর্ঘদিন ধরে ইনজুরির সঙ্গে লড়ছেন বাংলাদেশের অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। গত ৫ আগস্ট পিঠের ইনজুরির চিকিৎসা করাতে কাতারে গিয়েছিলেন সাইফউদ্দিন সহ দুই তরুণ ক্রিকেটার অভিষেক দাস এবং আশিকুর জামান। সেখান থেকে ইনজেকশন নিয়ে মঙ্গলবার (১৫ আগস্ট) দেশে ফিরছেন তারা।গত ৫ আগস্ট যখন সাইফউদ্দিন কাতারের উদ্দেশে দেশ ত্যাগ করেছিলেন তখন বিসিবির মেডিকেল বিভাগ জানিয়েছিল, তার সবশেষ ইনজুরির অবস্থা জানার জন্যই সাইফকে কাতার পাঠানো হচ্ছে। সেই ইনজুরির চিকিৎসার জন্য সাইফউদ্দিনকে পাঠানো হয়েছিল কাতারের এসপিটার নামের স্পোর্টস মেডিসিন হাসপাতালে। বিসিবি তিন জনকেই একই হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছিল।

জানা গেছে, কাতারে চিকিৎসা নেয়ার পর সাইফউদ্দিনের পিঠের ব্যথা আর নেই। তার মেরুদণ্ডে বিশেষ এক ইনজেকশন দেয়া হয়েছে। যদিও তাকে চার সপ্তাহ বিশেষ কিছু ব্যায়াম করতে হবে। এরপর ছয় থেকে আট সপ্তাহ পর ক্রিকেটে ফিরতে পারবেন তিনি।

এদিকে সাইফউদ্দিনের সঙ্গে কাতারে গিয়েছিলেন অভিষেক দাস। তিনিও পিঠের ইনজুরিতে ভুগছেন। কাতারে তাকেও বিশেষ কিছু ইনজেকশন দেয়া হয়েছে। এখন তিনি অনেকটা ভালো অনুভব করছেন বলে জানা গেছে। আর আশিকের ইনজুরিটা কুঁচকিতে। কাতারে চিকিৎসার পর তারও ইনজুরি অনেকটা সেড়ে গেছে।

Link copied!