গত বছর বাংলাদেশ নারী ফুটবল দল বেশ ভালো খেলেছে। আসছে ফ্রেব্রুয়ারিতে দুটি প্রীতি ম্যাচ খেলা নিশ্চিত হয়েছে সাফ চ্যাম্পিয়ন সাবিনাদের। ফেব্রুয়ারিতে প্রীতি ম্যাচ খেলা নিয়ে ছিল শঙ্কা।
তবে সেই শঙ্কা কাটিয়ে প্রতিপক্ষ নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
আরব আমিরাতের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফে নারী উইংয়ের চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ।
আগামী ২৬ ফেব্রুয়ারি এবং ২ মার্চ দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। ম্যাচ দুটি খেলতে আরব আমিরাতে যেতে হবে নারী দলকে। মাহফুজা আক্তার কিরণ বলেন, ‘আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ দুটি খেলা নিশ্চিত হয়েছে। দল ২৪ ফেব্রুয়ারি আরব আমিরাত যাবে এবং ২৬ ফেব্রুয়ারি ও ২ মার্চ ম্যাচ খেলবে।’
দুই ম্যাচের প্রথমটি ফিফা উইন্ডোতে পড়েছে। ফেব্রুয়ারির উইন্ডো শেষ হবে ২৬ তারিখ। মার্চের দুই তারিখের ম্যাচটি হবে আনঅফিসিয়াল। বাফুফে চেষ্টা করেছিল দুই ম্যাচই উইন্ডোতে খেলার জন্য। আরব আমিরাত একটি টুর্নামেন্টে অংশ নেবে বলে বাংলাদেশের সঙ্গে একটি ম্যাচ উইন্ডোতে খেলতে সম্মতি দিয়েছে।
সাবিনা-ঋতুপর্ণারা সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন গত বছর ৩০ অক্টোবর। কাঠমান্ডুতে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে হারিয়ে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট ধরে রেখেছেন সাবিনারা। প্রতিপক্ষ নিশ্চিত হলেও নারী দলের কোচ পিটার বাটলার রয়েছেন ছুটিতে। শিগগিরই তিনি দলের সঙ্গে যোগ দিবেন বলে জানানো হয়েছে।