টানা দুই বার নারী সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ দল। দলের খেলোয়াড়দের এখন তাই অনেক কদর। দলের অধিনায়ক সাবিনা খাতুন এবং স্ট্রাইকার ঋতুপর্ণা চাকমা ইউরোপীয় ক্লাব ব্রেরা তিভেরিজার পক্ষ থেকে প্রস্তাব পেয়েছেন। এই ক্লাবটি বর্তমানে উত্তর ম্যাসেডোনিয়ান নারীদের লিগের তালিকায় শীর্ষে রয়েছে। শনিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে এ কথা জানান সাবিনা নিজেই।
তিনি বলেন, ‘ঋতুপর্ণা এবং আমি উত্তর ম্যাসেডোনিয়ার একটি ক্লাবের কাছ থেকে প্রস্তাব পেয়েছি। কিন্তু এখনও কিছুই চূড়ান্ত হয়নি। কারণ ভিসার জটিলতা থাকতে পারে।’
বাংলাদেশের প্রথম নারী ফুটবলার হিসেবে বিদেশি ক্লাবগুলোতে খেলেছেন সাবিনা।
সাবিনা আরও বলেন, ‘তারা (ব্রেরা তিভেরিজা) প্রথমে চারজন খেলোয়াড়ের কথা জানায়, কিন্তু পরবর্তীতে দুইজন খেলোয়াড়ের কথা বলে।’
উল্লেখ্য, ২০১৮ সালে প্রথমবার ভারতীয় ক্লাব সেথু এফসির হয়ে খেলেছিলেন সাবিনা। এরপর গত বছরের ডিসেম্বরে তিনি ইন্ডিয়ান উইমেন্স লিগের কর্নাটকের ক্লাব কিকস্টার্ট এফসির হয়ে খেলেছেন।
ব্রেরা তিভেরিজায় বর্তমানে মাত্র দুইজন বিদেশি খেলোয়াড় রয়েছেন। তারা হলেন ব্রাজিলের গোয়া চেউরি হারুমি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যাশলিন কপলি জেন।
সাবিনা আরো জানান, মেসিডোনিয়ান ক্লাবটির সঙ্গে আলোচনা চলছে। তারা নেপালে সাফের খেলা দেখেছে, আগের সাফের ভিডিও দেখেছে এবং বাংলাদেশের বিপক্ষে যেসব আন্তর্জাতিক প্রীতি ম্যাচ রয়েছে-সবই মেসিডোনিয়ার ক্লাব থেকে পর্যবেক্ষণ করা হয়েছে। নেপালে সাফের খেলা দেখার পর সিদ্ধান্ত নিয়েছে তারা।
সাবিনা জানিয়েছেন, ‘জানুয়ারিতে খেলা, কিন্তু ভিসা সমস্যা নিয়ে টেনশন রয়েছে। ওদের একটা খেলা চলছে। মনে হচ্ছে কোয়ালিফাই করলে চ্যাম্পিয়নস লিগ খেলবে।’