বেলারুশের নারী টেনিস তারকা আরিনা সাবালেঙ্কা অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা ধরে রাখার মিশনে প্রথম ম্যাচে সহজেই জয়লাভ করেছেন। যুক্তরাষ্ট্রের স্লোয়েন স্টিফেনসের বিরুদ্ধে সরাসরি সেটে জয়ের পর তিনি বলেন, মনে হচ্ছে তিনি নিজের বাড়িতে খেলছেন।
মেলবোর্নে বিশ্বের এক নম্বর এবং ব্যাক-টু-ব্যাক চ্যাম্পিয়ন সাবালেঙ্কা রড ল্যাভার অ্যারেনায় প্রথম রাউন্ডে স্টিফেনসকে পরাজিত করেন ৬-৩ ও ৬-২ সেটে।
২৬ বছর বয়সী সাবালেঙ্কা সপ্তম খেলোয়াড় হিসেবে টানা তৃতীয় অস্ট্রেলিয়ান ওপেনের নারী এককের শিরোপা জিতবেন, যদি এবার ফাইনালে উঠে জয়ী হন। এর আগে, শেষবার ১৯৯৯ সালে এই রেকর্ড গড়েন মার্টিনা হিঙ্গিস।
সাবালেঙ্কা বলেন, ‘আমি এখানে ফিরে এসে খুব খুশি। আমি এই জায়গাটিকে ভালোবাসি। মনে হয় নিজের বাড়ি।’
তিনি বলেন, ‘এটা একটি কঠিন ম্যাচ ছিল। আমি মনে করি না যে, আমি আমার সেরাটা খেলেছি। কিন্তু আমি খুশি যে আমি এই ম্যাচটি সরাসরি সেটে জিততে পেরেছি।’ বন্ধ করতে পেরেছি।’
শীর্ষ বাছাই সাবালেঙ্কা পরের রাউন্ডে স্পেনের জেসিকা বোজাস মানেইরোর মুখোমুখি হবেন। যিনি প্রথম রাউন্ডে ব্রিটিশ তারকা কার্তালকে হারিয়ে দেন।
মৌসুমের প্রথম গ্র্যান্ড স্লামের প্রথম দিনে কোর্টে বৃষ্টির প্রভাব পড়ে। তবে তার ম্যাচে বৃষ্টির প্রভাব ছিল না।
সাবালেঙ্কা ২০২৪ সালে প্রথমবারের মতো বছরের শেষ সময়টা বিশ্ব নম্বর এক হিসাবে পার করেন। সাবালেঙ্কা তার শেষ ২৯টি ম্যাচের মধ্যে ২৮টিতে জিতেছেন। আর অস্ট্রেলিয়ান ওপেনে টানা ১৫টি ম্যাচ জিতেছেন।