আরিনা সাবালেঙ্কা দারুণ এক জয়ে চলতি ইউএস ওপেন টেনিস টুর্নামেন্টেসেমিফাইনালে উঠেছেন। সেইসঙ্গে আসরে তার সামনের প্রতিদ্বন্দ্বীদের জন্য সতর্কবাণী দিয়ে রাখলেন।
বুধবার সকালে কোয়ার্টার ফাইনালে বিশ্বের দুই নম্বর নারী খেলোয়াড় বেলারুেশর সাবালেঙ্কা সরাসরি ৬-১ ও ৬-২ সেটে অলিম্পিক চ্যাম্পিয়ন ও সপ্তম বাছাই চীনের ঝেং কুইনওয়েনকে পরাজিত করেন।
সেমিফাইনালে দুই বারের অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন সাবালেঙ্কা খেলবেন যুক্তরাষ্ট্রের এমা নাভারোর বিপক্ষে। নাভারো শেষআটের শ্যাচে সরাসরি ৬-২ ও ৭-৫ সেটে স্পেনের পাওলো বাদোসাকে হারিয়ে দেন।
সাবালেঙ্কা গত বছরের ইউএস ওপেনের ফাইনালে উঠেছিলেন। তবে যুক্তরাষ্ট্রের কোকো গফের কাছে পরাজিত হয়ে রানারআপ ট্রফি নিয়েই সন্তুষ্ট ছিলেন তিনি। তবে এবার তিনি যেভাবে খেলছেন, তাতে নিউইয়র্কের এই আসরে চ্যাম্পিয়ন হয়ে তৃতীয় গ্রান্ড স্লাম শিরোপা ঘরে তোলার সমূহ সম্ভাবনা রয়েছে তার।