বিশ্বের তিন নম্বর খেলোয়াড় বেলারুশের আরিনা সাবালেঙ্কা চলতি মৌসুমে প্রথমবারের মতো বিশ্বের এক নম্বর নারী টেনিস তারকা পোলান্ডের ইগা সুয়াতেককে হারিয়েছেন এবং সিনসিনাটি ওপেনের ফাইনালে উঠেছেন।
এই দুই বিশ্ব তারকা এর আগে চলতি বছরের মাদ্রিদ ওপেন এবং ইতালিয়ান ওপেনের ফাইনালে মুখোমুখি হয়েছিলেন। সাবালেঙ্কা দুবারই হেরেছিলেন।
২৬ বছর বয়সী সাবালেঙ্কা সোমবারই বিশ্বের দুই নম্বরে উঠে আসবেন। রোববার তিনি প্রতিদ্বন্দ্বী ২৩ বছর বয়সী সুয়াতেককে সেমিফাইনালে সরাসরি ৬-৩ ও ৬-৩ সেটে পরাজিত করেন।
ম্যাচ জিতে সাবালেঙ্কা বলেন, ‘মনে হচ্ছে আমি অবশেষে দেয়াল ভেঙে ফেলেছি। ইগার বিরুদ্ধে কঠিন লড়াইয়ের পর আমি জিতে খুব খুশি।’
তিনি ফাইনালে জেসিকা পেগুলার সাথে খেলবেন। অপর সেমিফাইনালে যুক্তরাষ্ট্রের পেগুলা স্পেনের পাওলা বাদোসাকে ৬-২, ৩-৬ ও ৬-৩ সেটে হারিয়েছেন।