• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬
ইউএস ওপেন

সাবালেঙ্কা ও পেগুলা ফাইনালে মুখোমুখি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২৪, ১১:১৩ এএম
সাবালেঙ্কা ও পেগুলা ফাইনালে মুখোমুখি
পেগুলা ও সাবালেঙ্কা। ছবি: সংগৃহীত

বেলারুশের আরিনা সাবালেঙ্কা ও স্বাগতিক দেশের যুক্তরাষ্ট্রের জেসিকা পেগুলা চলতি ইউএস ওপেন টেনিস টুর্নামেন্টের ফাইনালে উঠেছেন। শনিবার রাতে তারা শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবেন। 

শুক্রবার সকালে সেমিফাইনালে বিশ্বের দুই নম্বর নারী খেলোয়াড়, দুই বারের অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন সাবালেঙ্কা সরাসরি ৬-৩ ও ৭-৬ সেটে যুক্তরাষ্ট্রের এমা নাভারোকে পরাজিত করেন। 

সাবালেঙ্কা গত বছরের ইউএস ওপেনের ফাইনালে যুক্তরাষ্ট্রের কোকো গফের কাছে পরাজিত হয়ে রানারআপ ট্রফি নিয়েই সন্তুষ্ট ছিলেন। তবে এবার তিনি শিরোপা জিততে বদ্ধপরিকর। যদিও ফাইনালে তাকে নিউইয়র্কে জন্মগ্রহণকারী পেগুলার বিরুদ্ধে কঠিন লড়াইয়ে মুখোমুখি হতে হবে। পেগুলা তার শেষ চারের লড়াইয়ে ১-৬, ৬-৪ ও ৬-২ সেটে ক্যারোলিনা মুচোভাকে হারিয়ে দেন। 

সাবালেঙ্কা টানা দ্বিতীয় বারের মতো ফাইনালে উঠেছেন। ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস টানা দ্বিতীয় বারের মতো ফাইনালে উঠেছিলেন। তবে পেগুলা এই প্রথম ইউএস ওপেন টেনিসের ফাইনালে উঠেলেন।

Link copied!