সর্বশেষ এক বছরে আন্তর্জাতিক ক্রিকেটে কোনো ম্যাচ না খেললেও এখনো ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে হট কেক আন্দ্রে রাসেল। আরব আমিরাতের ইন্টারন্যাশন্যাল লিগ টি-টোয়েন্টিতে (আইএল টি-টোয়েন্টি) চুক্তিবদ্ধ থাকলেও একই সময়ে হওয়া বিগব্যাশেও খেলবেন রাসেল। তবে আইএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরুর আগে চার ম্যাচ খেলেই বিগব্যাশ ছাড়বেন এই ক্যারিবিয়ান তারকা।
বিগব্যাশের দল মেলবোর্ন রেনিগেডসের হয়ে চার ম্যাচ খেলবেন এই তারকা ক্রিকেটার। তার সাথে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে বিগব্যাশের ফ্রাঞ্চাইজিটি। মূলত লিয়াম লিভিংস্টোনের বদলি হিসেবে তাকে দলে নিয়েছে।
চলতি বছরের ডিসেম্বরে টেস্ট খেলতে পাকিস্তান সফর করবে ইংল্যান্ড দল। ওই সিরিজের দলে হুট করে লিয়াম লিভিংস্টোনকে অন্তর্ভূক্ত করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। তাই বদলি খেলোয়াড় নিতে বাধ্য হয়েছে মেলবোর্ন রেনিগেডস।
এই নিয়ে দ্বিতীয়বারের মতো রেনিগেডসের জার্সিতে দেখা যাবে রাসেলকে। এর আগে ২০১৪-১৫ মৌসুমে খেলেছিলেন। সেইবার দলটির হয়ে খেলেছিলেন ৭ ম্যাচ। এটাই ছিল বিগব্যাশে রাসেলের প্রথম মৌসুম।
২০২২-২৩ মৌসুমের আগে প্রথমবারের মতো বিগব্যাশের প্লেয়ার ড্রাফট আয়োজিত হয়েছিল। ওই প্লেয়ার ড্রাফটে অবিক্রিত ছিলেন রাসেল। এবার সরাসরি চুক্তিতে দল পেয়েছেন এই ক্যারিবিয়ান তারকা।