ঢাকা প্রিমিয়ার লিগের এক ম্যাচে গাজী টায়ার্স ক্রিকেট একাডেমিকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে মাশরাফি বিন মর্তুজার দল লিজেন্ডস অব রূপগঞ্জ। গাজীর ৪৪.২ ওভারে ১৫০ রানের জবাবে রূপগঞ্জ মাত্র ১৯.২ ওভারে বিনা উইকেটে ১৫২ রান করে।
ঈদের ছুটির পর সোমবার ফের শুরু হয় লিগের খেলা। সাভারের বিকেএসপির ৩ নম্বর মাঠে টস হেরে ব্যাট করতে নেমে রূপগঞ্জের বোলারদের তোপে বড় ইনিংস গড়তে পারেনি গাজী। দলের হয়ে সর্বোচ্চ ৩০ রান করেন ইফতেখার হোসেন ইফতি। আরেক ওপেনার মহব্বত হোসেন রোমান করেন দ্বিতীয় সর্বোচ্চ ২৬ রান।
এছাড়া ইফতেখার সাজিদ করেন ২০ রান। বাকিদের কেউ আর ২০ রানের কৌটা স্পর্শ করতে পারেননি।
রূপগঞ্জের হয়ে শুভাগত হোম একাই নেন ৪ উইকেট। ২টি করে উইকেট শিকার করেন মাশরাফি ও আব্দুল হালিম।
জবাবে ব্যাট করতে নেমে কোনো উইকেট না হারিয়ে ম্যাচটি জিতে নেয় রূপগঞ্জ। ওপেনার তাওফিক খান তুষার হাঁকান দুর্দান্ত সেঞ্চুরি। ৬৬ বলে ১১৪ রানের ঝকঝকে ইনিংস খেলেন তিনি। ১২ বাউন্ডারি আর ৮ ছক্কায় ইনিংস সাজান তিনি। তুষারের সঙ্গে ৩৫ রানে অপরাজিত থেকে বিজয়ীর বেশে মাঠ ছাড়েন সাদমান খান।