কাতার বিশ্বকাপে ভালো করার প্রত্যাশা নিয়ে এসেছিল ফিফা র্যাঙ্কিংয়ের দুই নম্বর দল বেলজিয়াম। গ্রুপ পর্বের প্রথম ম্যাচ কানাডার বিপক্ষে ১-০ গোলে উৎরে গেলেও দ্বিতীয় ম্যাচে তাদের আটকে দেয় মরক্কো। বেশ দাপটের সঙ্গে ম্যাচটি ২-০ ব্যবধানে জিতে নেয় আফ্রিকান দলটি।
দ্বিতীয় ম্যাচে হোঁচট খেয়ে বিশ্বকাপে পরের রাউন্ড নিশ্চিত করার ব্যাপারে দেখা দিয়েছে সংশয়। তৃতীয় ম্যাচে তাদের সামনে গত আসরের ফাইনালিস্ট ক্রোয়েশিয়া। যারা কানাডাকে ৪-১ গোলে উড়িয়ে উজ্জীবিত।
মরক্কোর বিপক্ষে ম্যাচে হেরে বেলজিয়ামের ড্রেসিংরুম হয়ে উঠেছিল উত্তপ্ত। বেলজিয়ামের সুপারস্টার স্কোয়াড তাদের ড্রেসিংরুম-কাণ্ডের জন্য খবরের শিরোনাম হয়েছেন।
তারকা খেলোয়াড় কেভিন ডি ব্রুইনে, জ্যান ভার্টোনহেন এবং অধিনায়ক ইডেন হ্যাজার্ড ম্যাচের পর তর্কে জড়িয়েছেন। এই তিনজন রীতিমতো ঝগড়ায় লিপ্ত হয়েছিলেন বলে জানিয়েছে ডেইলি মেইল ইউকে।
তাদের স্নায়ুযুদ্ধ ম্যাচের আগেই শুরু হয়েছিল। ম্যানসিটির তারকা ডি ব্রুইনে মরক্কোর বিপক্ষে ম্যাচের আগে সাংবাদিকদের বলেছিলেন, বেলজিয়াম বিশ্বকাপ শিরোপা ঘরে তুলতে পারবে না কারণ দলের খেলোয়াড়দের বয়স বেশি।
ম্যাচের আগের ক্ষোভ ম্যাচ হারার পর আর চাপা থাকেনি। রবার্তো মার্টিনেজের তিন শিষ্য এতটাই মেজাজ হারিয়েছিলেন, চেলসি স্ট্রাইকার রোমেলু লুকাকুকে বাধ্য হয়ে তাদের থামাতে হয়েছিল।