• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

প্রথম শ্রেণির ক্রিকেটকে বিদায় বললেন রুবেল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২২, ০৯:১১ পিএম
প্রথম শ্রেণির ক্রিকেটকে বিদায় বললেন রুবেল

প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসর নিয়েছেন পেসার রুবেল হোসেন। সীমিত পরিসরের ক্যারিয়ার লম্বা করতে প্রথম শ্রেণির ক্রিকেটকে বিদায় জানালেন দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা এই তারকা। নিজের সিদ্ধান্ত এরইমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিকে জানিয়েছেন তিনি।

রুবেল বর্তমানে তার স্ত্রী ও একমাত্র সন্তান নিয়ে সিলেটে অবকাশযাপন করছেন।

এ বছরের অক্টোবরে শুরু হতে যাচ্ছে জাতীয় ক্রিকেট লিগ। রুবেলের এই সিদ্ধান্তের কারণে এবারের আসরের লিগে তাকে পাওয়া যাবে না।

নিজের সিদ্ধান্তের বিষয়ে রুবেল বলেন, “আমি নিজেকে টেস্ট ক্রিকেটার হিসেবে আর বিবেচনায় রাখি না। সুতরাং প্রথম শ্রেণির ক্রিকেট খেলারও আর মানে দেখি না। বরং আমার জায়গায় নতুন একজন পেসার আসতে পারবে। তার ভবিষ্যত উজ্জ্বল হবে।”

৩২ বছর বয়সী এই তারকা আরও বলেন, “বয়স বাড়ছে। এখন টেস্ট ছেড়ে টি-টোয়েন্টি ও ওয়ানডেতে আমি মনোযোগ দিচ্ছি। টেস্ট ক্রিকেট পছন্দ করলেও শরীরের বিষয়টাও মাথায় রাখতে হচ্ছে। সবকিছু বিবেচনা করেই আমি প্রথম শ্রেণির ক্রিকেট ছাড়ছি।”

যদিও রুবেলের টেস্ট ক্যারিয়ারে আহামরি কোনো অর্জন নেই। ক্যারিয়ারে তিনি ২৭টি টেস্ট ম্যাচ খেলেছেন। তার উইকেট সংখ্যা কেবল ৩৬টি। বোলিং গড় ৭৬.৭৭। এছাড়া প্রথম শ্রেণির ক্রিকেট ক্যারিয়ারে ৬০ ম্যাচে তার উইকেট ৯৭টি। এখানে বোলিং গড় ৫৪.০৩।
 

Link copied!