• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

কোহলিকে চারে নামিয়ে এক নম্বরে রুট


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৩১, ২০২৪, ১২:২৩ পিএম
কোহলিকে চারে নামিয়ে এক নম্বরে রুট
বিরাট কোহলি ও জো রুট। ছবি : সংগৃহীত

ভালোই পিছিয়ে পড়ছেন ভারতের ক্রিকেট তারকা ব্যাটার বিরাট কোহলি। পরিসংখ্যান তাই বলছে। টেস্ট ক্রিকেটে গত চার বছরে মাত্র দু’টি শতরান করে ‘ফ্যাব ফোর’এর তালিকায় শতরানের বিচারে এক থেকে চার নম্বরে বিরাট। আর চার বছর আগে চার নম্বরে থাকা ইংল্যান্ডের জো রুট এখন এক নম্বরে। এ যেন ম্যারাথন দৌড় চলছে। এগিয়ে থাকা অ্যাথলেটরা পিছিয়ে পড়েছেন আর পিছিয়ে থাকা অ্যাথলেটরা এগিয়ে যাচ্ছেন। টেস্টে শতরানের তালিকা এখন তেমনই।

২০২০ সালে টেস্টে বিরাটের শতরান ছিল ২৭টি। স্টিভ স্মিথ ছিলেন দ্বিতীয় স্থানে। তিনি ২৬টি শতরান করেছিলেন। কেন উইলিয়ামসন ২১টি শতরান করে ছিলেন তৃতীয় স্থানে। ‘ফ্যাব ফোর’ এর মধ্যে সকলের পিছনে ছিলেন রুট। তিনি ১৭টি শতরান করেছিলেন।

চার বছরে এই তালিকা উল্টে গিয়েছে। শীর্ষে এখন রুট। শ্রীলঙ্কার বিরুদ্ধে বৃহস্পতিবার শতরান করেন তিনি। টেস্টে ৩৩তম শতরান করে ফেললেন রুট। ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি শতরান করা ব্যাটার ‘ফ্যাব ফোর’ এর তালিকাতেও এক নম্বরে। দ্বিতীয় স্থানে যুগ্ম ভাবে উইলিয়ামসন এবং স্মিথ। তাদের দু’জনেরই শতরানের সংখ্যা ৩২। আর সকলের পিছনে বিরাট। টেস্টে তার শতরানের সংখ্যা এখন ২৯।

অর্থাৎ, বিরাট গত চার বছরে টেস্টে মাত্র দু’টি শতরান করেছেন। রুট করেছেন ১৬টি শতরান। উইলিয়ামসন করেছেন ১১টি শতরান। স্মিথ করেছেন ছ’টি শতরান। চার বছরে কী তা হলে বিরাট ব্যর্থ? পরিসংখ্যান তেমনই ইঙ্গিত করছে। কারণ এই চার বছরে বিরাটের গড় ৩৩.৫৯। ২৯টি টেস্টে তিনি করেছেন ১৬৪৬ রান।

বাকি তিন জন বিরাটের থেকে বেশ কিছুটা এগিয়ে। রুট গত চার বছরে ৫৬টি টেস্টে ৪৯১৫ রান করেছেন। তাঁর গড় ৫৪.৬১। উইলিয়ামসন ২২টি টেস্টে ২৩৬৪ রান করেছেন। তাঁর গড় ৬৭.৫৪। স্মিথ ৩৭টি টেস্টে ২৫২১ রান করেছেন। গড় ৪৫.০১। অর্থাৎ, ‘ফ্যাব ফোর’ এর তালিকায় থাকা চার জনের মধ্যে রান, গড় এবং শতরান, সবেতেই পিছিয়ে বিরাট।

Link copied!