শেষবারের মতো ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে খেলতে নামছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ২০১৬ সালের ইউরো চ্যাম্পিয়নরা এবার বেশ শক্ত দল নিয়েই টুর্নামেন্ট খেলতে এসেছে।
এখনো অনেক মানুষের কাছে রোনালদো বড় তারকা। রোনালদোর ভক্ত অনুরাগীদেরও অভাব নেই। তাই ইউরোতে এবার রোনালদোদের অনুশীলন দেখতে আলাদা করে টিকিটের ব্যবস্থা করেছে জার্মান কর্তৃপক্ষ।
শুক্রবার হতে যাওয়া এই অনুশীলন দেখতে ৬ হাজার টিকিট বিনামূল্যে দেওয়া হয়। যেগুলো পরবর্তীতে কালোবাজারিরা ৪০০ থেকে শুরু করে ৮০০ ইউরোর বিনিময়ে বিক্রি করছে।
২০৪টি আন্তর্জাতিক ম্যচে ১২৮ গোল করে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা রোনালদো। এটি তার ষষ্ঠ ইউরো টুর্নামেন্ট। ২০০৪ সালে অভিষেক হলেও শিরোপার স্বাদ পান ২০১৬ সালে। বর্তমানে সৌদি ক্লাব আল নাসরে খেলছেন তিনি।
পর্তুগাল ইউরোতে তাদের প্রথম ম্যাচে ১৮ জুন মোকাবিলা করবে চেক রিপাবলিকের।