পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী পর্তুগালের বিশ্বনন্দিত ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো এখন ৯০০ গোলের মালিক।
৩৯ বছর বয়সী রোনালদো এই মাইলফলক স্পর্শ করলেন ইউরোপীয় নেশনস ফুটবল লিগে ক্রোয়েশিয়ার বিপক্ষে এক ম্যাচে। ম্যাচে পর্তুগাল ২-১ গোলে জয়লাভ করে। ম্যাচের ৭ মিনিটে গোল করে পর্তুগালকে এগিয়ে দেন দানল। এরপর ৪১ মিনিটে দলের পক্ষে দ্বিতীয় গোলটি করেন রোনালদো। ক্রোয়েশিয়ার একমাত্র গোলটি আসে আত্মঘাতী থেকে।
রোনালদো সাধারণত গোল করার পর হাত ওপরে তুলে বিশেষ ভঙ্গে করেন, যাকে বলে সাই। কিন্তু তিনি এবার ৯০০তম গোল করে মাথা ঢেকে মাটিতে বসে পড়েন। বর্তমানে তিনি খেলছেন সৌদি আরবের আল নাসর ক্লাবে। এছাড়া, তিনি রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, লিসবন, জুভেন্টাস ক্লাবের হয়েও খেলেছেন।
রোনালদো বলেন, ‘আমি রেকর্ডের পেছনে দৌড়াই না, রেকর্ডই আমার পেছনে পেছনে ঘোরে।’ তিনি আরও বলেন, ‘আমি এই মুহূর্তের জন্য অনেক দিন অপেক্ষা করেছি। আমি খুবই আনন্দিত এটা করতে পেরে।’
দিনের অপর ম্যাচে সুইডেন ৩-১ গোলে আজারবাইজানকে পরাজিত করেছে।