• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

আবারো আগেই মাঠে ছাড়লেন রোনালদো, রাগান্বিত টেন হাগ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২০, ২০২২, ০৩:১০ পিএম
আবারো আগেই মাঠে ছাড়লেন রোনালদো, রাগান্বিত টেন হাগ

প্রাক মৌসুম প্রস্তুতি চলাকালীন ম্যাচের বিরতির সময় মাঠ ছেড়ে সমালোচিত হয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। এবার প্রিমিয়ার লিগে টটেনহ্যামের বিপক্ষে ম্যাচে শেষ বাঁশি বাঁজার আগে দলের ডাগআউট ছেড়ে ড্রেসিংরুমে ফেরেন রোনালদো। ম্যাচ শেষে ইউনাইটেড কোচ টেন হাগ জানান, এই নিয়ে তিনি রোনালদোর সাথে কথা বলবেন।

বুধবার (২০ অক্টোবর) রাতে টটেনহ্যামের বিপক্ষে ২-০ ব্যবধানে জয় পায় ম্যানচেস্টার ইউনাইটেড। এই ম্যাচে রোনালদো শুরুর একাদশে ছিলেন না। এমনকি বদলি খেলোয়াড় হিসেবেও কোচ তাকে মাঠে নামাননি।

ওই ম্যাচ শেষ হওয়ার আগেই দলের ডাগ আউট ছাড়েন রোনালদো। ম্যাচ শেষে বিষয়টি নিয়ে কোচ এরিক টেন হাগের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানান, এই নিয়ে তিনি কথা বলবেন।

ম্যাচ শেষে এরিক টেন হাগ বলেন, “আমি আজকে ওইদিনে মনোযোগ দেয়নি। আমি কালকে এটা নিয়ে কথা বলবো। আমি এখন এই দলের উপর মনযোগ দিতে চাই। তারা দারুণ পারফর্মেন্স করেছে।”

এর আগে প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচ চলাকালীন রায়ো ভায়োকানোর বিপক্ষে ম্যাচের বিরতিতে মাঠ ছাড়েন রোনালদো। ঘটনার পরপরই রোনালদোর সমালোচনায় মুখর হন কোচ টেন হাগ। এবার সমালোচনায় মুখর না হলেও রাগান্বিত হয়েছেন।

খেলা বিভাগের আরো খবর

Link copied!