• ঢাকা
  • বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ১ মাঘ ১৪৩০, ১৫ রজব ১৪৪৬

বন্ধুর হাত ধরে সৌদি ছেড়ে জার্মানী যাচ্ছেন রোনালদো


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ১১, ২০২৪, ০৯:১৫ পিএম
বন্ধুর হাত ধরে সৌদি ছেড়ে জার্মানী যাচ্ছেন রোনালদো
ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি : সংগৃহীত

গত দু’বছর ধরে সৌদি আরবে খেলছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আল নাসেরের হয়ে তার পারফরম্যান্স খারাপ নয়। তার মধ্যেই জানা গিয়েছে, আবার ইউরোপের ফুটবলে ফিরতে পারেন রোনালদো। তিনি নাকি চ্যাম্পিয়ন্স লিগে খেলতে চান। ইতিমধ্যেই বন্ধুর ক্লাব তাকে নিতে আগ্রহ দেখিয়েছে।

চলতি মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ ফুটবল আসর শেষ ধাপে এসে পৌঁছেছে। ফাইনালে খেলবে রোনালদোর সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষ বুরুসিয়া ডর্টমুন্ড। আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ শুরুর আগে গ্রীষ্মকালীন উইন্ডোতে রোনালদোকে নিতে চাইছেন বায়ের লেভারকুসেন। জার্মানির এই ক্লাব চলতি মরসুমে বুন্দেশলিগা জিতেছে। টানা ৪৩ ম্যাচ অপরাজিত থেকে বায়ার্ন মিউনিখ, ডর্টমুন্ডের মতো দলকে পিছনে ফেলে জার্মানির চ্যাম্পিয়ন হয়েছে তারা। এই ক্লাবের কোচ জাভি অলন্সো। তিনি এক সময় রিয়ালে রোনালদোর সতীর্থ ছিলেন। দু’জনের সম্পর্ক বেশ ভাল। সেই কারণেই রোনালদো জার্মানির ক্লাবে যোগ দিতে পারেন।

রোনালদো, আল নাসের বা লেভারকুসেনের তরফে এখনও কিছু জানানো না হলেও সৌদির এক সাংবাদিক দাবি করেছেন, রোনালদোর সঙ্গে লেভারকুসেনের কথাবার্তা অনেকটা এগিয়েছ। একমাত্র চ্যাম্পিয়ন্স লিগ খেলার আগ্রহেই সেই ক্লাবে যেতে পারেন সিআরসেভেন।

২০২২ সালে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে আল নাসেরে যোগ দেন রোনালদো। এই ক্লাবের হয়ে সব মিলিয়ে ৪৬টি ম্যাচে ৪৭টি গোল করেছেন তিনি। ৩৯ বছর বয়সেও তার গোল করার দক্ষতা কমেনি। সেই দক্ষতা কাজে লাগাতে চাইছে লেভারকুসেন। সেই কারণে রোনালদোকে নিতে আগ্রহী তারা।

Link copied!