• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬
কাতার বিশ্বকাপ

রোনালদোকে ব্রাজিলে মোটা মানুষ হিসেবে দেখা হয়


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২২, ১২:৫৬ পিএম
রোনালদোকে ব্রাজিলে মোটা মানুষ হিসেবে দেখা হয়
ছবিঃ সংগ্রহীত

কয়েকদিন আগে চলতি বিশ্বকাপে ব্রাজিল দলের সদস্য রাফিনহো বলেছিলেন, নেইমারের ইনজুরিতে ব্রাজিলিয়ানরাই নাকি খুশি হয়। আর এবার ব্রাজিলের হয়ে ২০০২ বিশ্বকাপজয়ী কাকা বলছেন, ব্রাজিলিয়ানরা ব্রাজিলকেই সমর্থন করে না।

সম্প্রতি বিইন স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে কাকা এই মন্তব্য করেন। সেখানে তিনি বলেন, শুধু ব্রাজিলকে সমর্থন নয়, কিংবদন্তীদেরও ব্রাজিলিয়ানরা সম্মান করে না।

কাকা বলেন,  “বলতে অদ্ভুত লাগছে, তবে সত্যিটা হলো অনেক ব্রাজিলিয়ানই ব্রাজিলকে সমর্থন করে না। কখনো এমন হয়, রোনালদো পাশ দিয়ে হেঁটে গেলে ব্রাজিলে তাকে রাস্তা দিয়ে হেঁটে যাওয়া একজন মোটা মানুষ হিসেবেই দেখা হয়।”

ব্রাজিলিয়ান স্ট্রাইকার রোনালদোর পৃথিবী জুড়ে ভক্ত রয়েছে। পৃথিবীর অনেক দেশে তাকে আদর্শ মানে হাজার হাজার লোক। অথচ বাইরে রোনালদোকে মানুষ যেভাবে সম্মান করে ব্রাজিলে সেভাবে করেন না বলেও দাবি করেন কাকা।

“ব্রাজিলিয়ানরা রোনালদোকে অবশ্যই ভালোবাসে। কিন্তু দেশে (ব্রাজিল) তাকে যে চোখে দেখা হয় এবং বাইরে যে চোখে দেখা হয়—এ দুইয়ের মধ্যে পার্থক্য আছে। দেশের বাইরে আমি তার জন্য বেশি সম্মান দেখতে পাই” যোগ করেন কাকা।

চলতি বিশ্বকাপে ব্রাজিলের প্রত্যেক ম্যাচেই গ্যালারিতে পাশাপাশি বসছেন রোনালদো, কাকা, রবার্তো কার্লোস, কাফুরা। তাদের একসাথে দেখে অনেকেই স্মৃতি রোমান্থন করে আবেগাক্রান্ত হয়ে পড়ছেন।

Link copied!